ভাল্লুক এবং দুই বন্ধুর গল্প।

একদিন দুই বন্ধু পথের উপর দিয়ে গল্প করতে করতে এগিয়ে চলেছে। হঠাৎ তাদের সামনে এসে হাজির হল এক ভাল্লুক। ভাল্লুককে এগিয়ে আসতে দেখে এক বন্ধু বেশ ভয় পেয়ে গেল। বিপদ বুঝে তখনই পাশের একটা বড় গাছে চড়ে বসল সে।

অন্য বন্ধুটি গাছে চড়তে জানত না, এটা জেনেও বন্ধুর কথা না ভেবে তাকে বিপদের মুখে ফেলে সে নিশ্চিন্তে আত্নরক্ষার ব্যবস্থা করল। অন্য বন্ধুটি বিপদ বুঝে গাছের তলায় মরার মতো পড়ে রইল।

কারণ সে জানত ভাল্লুক কখনো মরা মানুষকে আক্রমণ করে না। তাই ভাল্লুকটি তার কাছে আসতেই সে নিঃশ্বাস বন্ধ করে ফেলল।

ভাল্লুক তার নাখ-মুখ পরীক্ষা করে যখন বুঝল লোকটি মৃত, তখন সে চলে গেল। ভাল্লুক চলে যেতেই অন্য বন্ধুটি গাছ থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞাসা করল, ‘বন্ধু, ভাল্লুক তোমার কানে কানে কী বলে গেল?’ বন্ধুর কথা শুনে সে হেসে উত্তর দিল, ‘ভাল্লুক আমার কানে কানে এই উপদেশ দিল, যে বন্ধু বন্ধুর বিপদে তার পাশে থাকে না, ভবিষ্যতে যেন এমন বন্ধুর সঙ্গে আর পথ না চলি।’

উপদেশ: বিপদেই সত্যিকার বন্ধুর পরিচয় পাওয়া যায়।