বিভিন্ন ধাতুর খনিজ ঘটিত রোগ।
ভূপৃষ্ঠে বা ভূগর্ভে শিলাস্তূপ থেকে প্রাপ্ত মুক্ত মৌল বা যৌগ যা থেকে ধাতু বা অধাতু পাওয়া যায় তাদেরকে খনিজ (ইংরেজি: mineral) বলে। মূলত, এগুলো অজৈব পদার্থ এবং সাধারণভাবে কেলাসরূপে বিদ্যমান থাকে। এই খনিজ বিভিন্ন অর্থে বিভিন্ন প্রকারের হয়, মৌল ও যৌগ বিবেচনায় দুইপ্রকার আবার ভৌত অবস্থা বিবেচনায় তিন প্রকার।
ধাতুর নাম | খনিজ ঘটিত রোগ |
পারদ | মিনামাটা, পিঙ্ক ডিজিজ |
অ্যাসবেসটস | হোয়াইট লাঙ্গ ক্যানসার, মেসোথেলিওমা |
তুলা | বাইসিনোসিস |
কয়লা | ব্ল্যাক লাং |
লোহা | সিডেরোসিস |
নাইট্রেটস | ব্লু বেবি সিনড্রম |
ক্যাডমিয়াম | ইটাই ইটাই |
সীসা | ডিসলেক্সিয়া, প্লাম্বিজম, ডেভন কলিক |
আর্সেনিক | ব্ল্যাক ফুট |
স্ফটিক সিলিকা ধুলা | সিলিকোসিস |
ক্রোমিয়াম | ডার্মাটাইটিস |
বেনজিন বাষ্প | লিউকেমিয়া |