বাথরুমের টাইলস পরিষ্কার করার উপায়।

বর্তমানে মানুষের জীবনে এসেছে আধুনিকতার ছোঁয়া। সকলেই একটা ঝাঁ চকচকে বাড়িতে থাকার স্বপ্ন দেখেন।

মার্বেল, মোজা-ইক, টাইলস বসানো বাড়িতে থাকতে সবাই বেশি পছন্দ করেন। এমনকি প্রত্যেকটি ঘর সহ বাথরুম মার্বেল, টাইলস দিয়ে মুড়ে দেন অনেকেই।

কিন্তু বাড়ির সবচেয়ে বেশি নোংরা হয় যে জায়গাটি সেটি হল বাথরুম।

অনেক সময় বাথরুমের টাইলসে ক্রমাগত পানি পড়ে পড়ে নোংরা জমে যায়। তবে টাইলস এর সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন এর সঠিক যত্ন নেওয়া।

তাই বাথরুমের টাইলস সহজে পরিষ্কার করতে যা যা করতে হবে সেই সম্পর্কে কিছু টিপস জেনে নিন-

টাইলস ক্লিনার ব্যবহার করুন:

বাথরুমে টাইলস ক্লিনার ছিটিয়ে দিন। টাইলস ক্লিনার ছিটিয়ে দিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন।

৩০ মিনিট পর ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। চাইলে এটি প্রতিদিন করতে পারেন।

শক্ত ব্রাশ ব্যবহার করুন:

বাথরুমে সবসময় শক্ত ব্রাশ ব্যবহার করুন। টাইলস পরিষ্কার করতে শক্ত ব্রাশ ব্যবহার করলে খুব ভালো হয়।

শক্ত ব্রাশ দিয়ে টাইলসের মেঝে ভাল করে ঘষুন সাথে কোণাগুলো পরিষ্কার করুন।

টাইলসের জোড়া লাগানো স্থানে ময়লা জমে কালচে দাগ পড়ে, সে স্থানগুলোও টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন।

পানি দিয়ে পরিষ্কার করুন:

ব্রাশ দিয়ে ঘষার পর ময়লা পানি দিয়ে ধুয়ে ফেলুন। বেশি পরিমাণে পানি ঢালুন যাতে করে বাথরুমের কোনায় কোনায় জমে থাকা ময়লা সব ধুয়ে চলে যায়।

এছাড়া আপনি যদি বাথরুমের মেঝের টাইলসকে ঝকঝকে পরিষ্কার রাখতে চান তাহলে প্রতি সপ্তাহে দুই তিন দিন অন্তত বাথরুমের মেঝে ধুয়ে পরিষ্কার করুন।

ভিনেগার ব্যবহার করুন:

ভিনেগার এবং পানি সমপরিমাণে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে টাইলসের উপর বিশেষ করে ময়লা দাগের উপর স্প্রে করুন। স্প্রে করে ১০-১৫ মিনিট রেখে দিন।

১৫ মিনিট পর ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে টাইলস নতুন এর মতো হয়ে যাবে।

বেকিং সোডা ব্যবহার করুন:

টাইলসকে নতুনের মতো ঝকঝক করতে একটি কাপড়ে বেকিং সোডা লাগিয়ে টাইলসের ময়লা দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ ঘষুন।

এছাড়া বেকিং সোডা এবং পানি মিশিয়ে পেস্ট তৈরি করে টাইলসে লাগিয়ে ঘষতে পারেন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কোক জাতীয় পানীয়:

কোক বা স্প্রাইট জাতীয় কোমল পানীয় টাইলস পরিষ্কার করতে পারে। টাইলস এর গভীর ময়লা পরিষ্কার করার জন্য ময়লার স্থানে স্প্রে বোতলে কোক বা স্প্রাইট জাতীয় কোমল পানীয় দিয়ে স্প্রে করে নিন।

খুব সহজেই ময়লা উঠে আসবে। পানি দিয়ে ধুয়ে ফেললে দেখবেন একদম ঝকঝক করছে টাইলস।

বেকিং পাউডার এবং ব্লিচিং পাউডার:

বাথরুমের টাইলস পরিষ্কার রাখতে ব্যবহার করতে পারেন বেকিং পাউডার এবং ব্লিচিং পাউডার। এটি বাথরুম পরিষ্কার করার পাশাপাশি জীবাণুমক্ত রাখবে।

সাবান পানি:

গুড়ি সাবান যেমন হারপিকের গুড়ি বা কাপড় কাঁচা গুড়ি সাবান গরম পানিতে মিশিয়ে নিয়ে একটি নেটের সাহায্যে টাইলস পরিষ্কার করুন।

এতে টাইলস খুব ভালো পরিষ্কার হবে এবং বাথরুমের গন্ধও দূর হবে।