বাংলাদেশ সেনাবাহিনীর সেনানিবাস সমূহ।

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা।

সেনাবাহিনীর সব ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনীর সদর দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাথমিক দায়িত্বের পাশাপাশি যেকোন জাতীয় জরুরি অবস্থায় বেসামরিক প্রশাসনের সহায়তায় এগিয়ে আসতে বাংলাদেশ সেনাবাহিনী সাংবিধানিক ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

ক্রমিক নং সেনানিবাসের তালিকা
01. ঢাকা সেনানিবাস
02. আলিকদম সেনানিবাস, বান্দরবান
03. জাহানাবাদ সেনানিবাস, খুলনা
04. বান্দরবান সেনানিবাস
05. চট্টগ্রাম সেনানিবাস
06. কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা
07. দীঘিনালা সেনানিবাস, খাগড়াছড়ি
08. হালিশহর সেনানিবাস, চট্টগ্রাম
09. জাহাঙ্গীরাবাদ সেনানিবাস, বগুড়া
10. জালালাবাদ সেনানিবাস, সিলেট
11. যমুনা সেনানিবাস, টাঙ্গাইল
12. যশোর সেনানিবাস
13. কাপ্তাই সেনানিবাস, রাঙামাটি
14. খাগড়াছড়ি সেনানিবাস
15. খোলাহাটি সেনানিবাস, দিনাজপুর
16. মাঝিড়া সেনানিবাস, বগুড়া
17. মিরপুর সেনানিবাস
18. ময়মনসিংহ সেনানিবাস
19. পদ্মা সেনানিবাস, মাদারীপুর
20. পোস্তগোলা সেনানিবাস
21. কাদিরাবাদ সেনানিবাস, নাটোর
22. রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর
23. রাজশাহী সেনানিবাস
24. রামু সেনানিবাস, কক্সবাজার
25. রাঙ্গামাটি সেনানিবাস
26. রংপুর সেনানিবাস
27. লালমনিরহাট সেনানিবাস
28. সৈয়দপুর সেনানিবাস, নীলফামারী
29. সাভার সেনানিবাস
30. শহীদ সালাহউদ্দীন সেনানিবাস, ঘাটাইল
31. শেখ হাসিনা সেনানিবাস, লেবুখালী,পটুয়াখালী
রেফারেন্স: