বর্ষাকালে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করার উপায়।
বর্ষাকালে সবথেকে বড় সমস্যা হলো ঘর স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এছাড়া অনেক সময় সারাদিন ধরে বৃষ্টির কারণে ঘরে ভেজা কাপড় শুকানোর কারণে গন্ধ হয়।
জানালা-দরজা বন্ধ থাকার কারণে বাইরের আলো-বাতাস ঘরে ঢুকতে পারে না।
সব মিলিয়ে ঘরে ঢুকলেই একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে। বর্ষায় ঘরের এমন স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে কী কী করণীয় তা জেনে নিন-
ঘরে বাতাস চলাচল উপযোগী করতে হবে:
বর্ষাকালে বৃষ্টির কারণে অনেকে ঘরদোর এমনভাবে বদ্ধ করে রাখে যে খুব সহজেই ঘরের ভেতর গুমোটভাব তৈরি হয় এবং ঘরে স্যাঁতস্যাঁতে ভাব দেখা দেয়।
সেক্ষেত্রে ঘরে যেন সহজেই বাতাস চলাচল করতে পারে এমন ব্যবস্থা করতে হবে।
এ সময়ে ডেঙ্গু মশার প্রকোপ দেখা দেয় খুব বেশি সেক্ষেত্রে সন্ধ্যা হওয়ার আগেই জানালা ও বারান্দায় নেট টেনে দিতে হবে।
ভারি পর্দা এড়িয়ে যাওয়া:
মোটা ও ভারি ধরনের পর্দা সম্পূর্ণ এড়িয়ে যেতে হবে। মোটা কাপড় বাতাস থেকে আর্দ্রতা বেশি শোষণ করে।
এতে করে পুরো ঘরের আবহাওয়া জুড়ে স্যাঁতস্যাঁতে ভাব বিরাজ করে।
মেঝে মুছতে ফিনাইল:
ঘরের মেঝে অপরিষ্কার রাখলে পুরো বাড়িই অপরিষ্কার হয়ে যায়। তাই প্রতিদিন নিয়ম করে ঘরের মেঝে অবশ্যই মুছতে হবে।
কিন্তু বর্ষাকালে এমনিতেই মেঝে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। মেঝেতে পা দিলে দেখা যায় ভেজা ভেজা ভাব রয়েছে।
এর মাঝেও মেঝে পরিষ্কার করতে চাইলে পানির সাথে মিশিয়ে নিতে হবে ফিনাইল। এতে মেঝে দ্রুত শুকিয়ে যাবে।
দারুচিনির সুঘ্রাণ:
বর্ষায় ঘরের স্যাঁতস্যাঁতে ভাবের থেকে গন্ধের উৎপত্তি হয়।
বিশেষত যাদের বাড়িটি বহুকাল আগের ও পুরনো ধাঁচের কিংবা বেশখানিকটা ভেতরের দিকে, তাদের বাসাবাড়িতে এই সমস্যাটি বেশি দেখা দেয়।
এমন সমস্যার ক্ষেত্রে দুই কাপ পানিতে মাঝারি আকৃতির একটি দারুচিনি ফুটিয়ে নিতে হবে। এতে করে পুরো ঘর জুড়েই দারুচিনির সুঘ্রাণ ছড়িয়ে পড়বে।