বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি?

বর্ণ কাকে বলে?


মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে। যেমন– অ,আ,ক,খ ইত্যাদি।

বর্ণ কত প্রকার?


বর্ণ মূলত ২ প্রকার- স্বরবর্ণব্যঞ্জনবর্ণ

১.স্বরবর্ণ


স্বরধ্বনি নির্দেশ করার জন্য ব্যবহৃত বর্ণকে স্বরবর্ণ বলে। অথবা, যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলোকে স্বরবর্ণ বলে। যেমন– অ,আ,ই,ঈ… ইত্যাদি। স্বরবর্ণ ১১ টি। এদের মধ্যে হ্রস্বস্বর ৪ টি এবং দীর্ঘস্বর ৭ টি।

২.ব্যঞ্জনবর্ণ


ব্যঞ্জনধ্বনি নির্দেশ করার জন্য ব্যবহৃত বর্ণকে ব্যঞ্জনবর্ণ বলে। অথবা, যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনবর্ণ বলে। যেমন – ক,খ,গ,ঘ,ঙ……ইত্যাদি। বাংলা ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। এর মাঝে প্রকৃত ৩৫ টি এবং অপ্রকৃত ৪ টি।