বচন কাকে বলে? বচন কত প্রকার ও কি কি?

বচন কাকে বলে?


বচন একটি পারিভাষিক শব্দ। বচন এর অর্থ সংখ্যার ধারণা।

ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। অথবা, যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায়, তাকে বচন বলে।

অন্যভাবে বললে বলা যায়, যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায়, তাদেরকে বচন বলে। যেমনঃ একটি পাখি, অনেকগুলো পাখি ইত্যাদি।

বচন কত প্রকার ও কি কি?


বচন প্রধানত দুই প্রকার। যথা:

১. একবচন
২. বহুবচন

একবচন:



Ak_bochon

যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যাক্তির একমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। অথবা, যে সকল শব্দ দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বুঝায়, তাদেরকে একবচন বলে।

যেমন- কলমটি, গরুটা, বইটি, আমটি, আমি, তুমি, সে আসলো, ছেলেটি স্কুলে যায় নি ইত্যাদি।

বহুবচন:



Bohu_bochon

যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যাক্তির একের অধিক বা বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে। অথবা, যে সকল শব্দ দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তু বুঝায়, তাদেরকে বহুবচন বলে।

যেমন- বইগুলো, কলমগুলো, আমরা, তারা, ছেলেরা ফুটবল খেলতেছে, মেয়েরা এখনো আসে নি ইত্যাদি।