ফ্রিজের দুর্গন্ধ দূর করার উপায়।

দীর্ঘদিন মাছ-মাংস বা রান্না করা খাবার ভালো রাখতে ফ্রিজের কোন বিকল্প নেই। তবে নিয়মিত ব্যবহার ও ঠিক মতো ফ্রিজ পরিষ্কার না করলে দুর্গন্ধ হয়।

এছাড়াও এমন কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখলে বাজে গন্ধ হয়। যেমন- পেঁয়াজ বাটা, রসুন বাটা, কলার মোচা, কাচ কলা ইত্যাদি। অনেক সময় রান্না করা খাবার থেকেও ফ্রিজে দুর্গন্ধ হয়। ফলে ফ্রিজ খুলতেই বিশ্রী গন্ধ নাকে আসে।

তাই এই দুর্গন্ধ দূর করার জন্য এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যা অবলম্বন করে আপনি সহজেই ফ্রিজের দুর্গন্ধ দূর করতে পারবেন।

চলুন তাহলে জেনে নেওয়া যাক, সেগুলো কি কি-

ভালোভাবে পরিষ্কার করুন:

ফ্রিজ থেকে দুর্গন্ধ দূর করতে হলে প্রথমেই ফ্রিজ ভালো করে পরিষ্কার রাখতে হবে। ভেজা কাপড় দিয়ে ফ্রিজের দরজা থেকে শুরু করে সব জায়গা ভালো করে পরিষ্কার করতে হবে।

যেসব খাবার বা সবজি পচে যেতে পারে, তা সরিয়ে ফেলুন। ফ্রিজ মোছার পর ভেজা থাকা অবস্থায় কোনো কিছু রাখবেন না।

কনটেইনার ব্যবহার করুন:

খাবার বক্সে রাখলে এক খাবারের গন্ধ আরেক খাবারে যায় না। ফ্রিজে খাবার বা অন্যান্য জিনিস রাখার জন্য বিভিন্ন আকার আকৃতির পাত্র কিনতে পারেন। এগুলো ব্যবহার করে অনেক খাবার বেশ কিছুদিন ভালো রাখতে পারবেন।

লেবু:

ফ্রিজে দুর্গন্ধ দূর করার আরেকটি কার্যকরী উপায় হচ্ছে লেবু। লেবু ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করতে পারে। লেবুর রসে তুলা ভিজিয়ে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করতে পারেন। এতে বিরক্তিকর গন্ধ ফ্রিজ থেকে দূর হবে।

বেকিং সোডা:

ফ্রিজ থেকে দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা দারুণ কাজে দেয়। একটি বাটিতে বেকিং সোডা নিয়ে ফ্রিজে রাখুন এবং কয়েক ঘণ্টা পর্যন্ত তা ফ্রিজে রেখে দিন, দুর্গন্ধ একেবারেই দূর হয়ে যাবে।

সঠিক তাপমাত্রায় রাখুন:

ফ্রিজে যখন গন্ধ হয় তখন এর তাপমাত্রা ঠিক রাখা গুরুত্বপূর্ণ। অস্বাভাবিক তাপমাত্রা ব্যাকটেরিয়া তৈরি করে এবং তা ফ্রিজের ভেতরের খাবার নষ্ট করে। ফ্রিজের মধ্যেকার আদর্শ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রাখা ভালো।

আপেল সিডার ভিনেগার:

এক ভাগ আপেল সিডার ভিনেগার তিন ভাগ পানির সঙ্গে মিশিয়ে উচ্চ তাপে জ্বাল দিন। ফুটে উঠলে নামিয়ে গ্লাসে ঢালুন। গ্লাসটি ফ্রিজে রেখে ঢেকে দিন। ছয় ঘণ্টা পর বের করে ফেলুন। দুর্গন্ধ দূর করতে এটি ম্যাজিকের মতো কাজ করে।

চারকোল:

একটি বাটিতে চারকোল রেখে ফ্রিজে রাখুন। এ সময় ফ্রিজের তাপমাত্রা কমিয়ে দিন। তিন দিন পর্যন্ত চারকোল ফ্রিজে রেখে দিন, দেখবেন দুর্গন্ধ একেবারেই দূর হয়ে গেছে।