পোড়া দাগ দূর করার প্রাকৃতিক উপায়।
রান্নার সময় অসাবধানতায় তেলের ছিটা বা গরম হাঁড়িতে হাত লেগে পুড়ে যাওয়ার ফলে ত্বকে দাগ পড়তেই পারে। এই দাগ দূর করার জন্য রয়েছে কিছু প্রাকৃতিক উপায়।
চলুন জেনে নেওয়া যাক,সেগুলো কি কি-
আলু:
আলুতে রয়েছে “ক্যাটেকোলেইস” (catecholase) নামের একটি এনজাইম যা প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে পরিচিত। আলু কেটে পোড়া অংশের উপর ঘষে নিন। দাগ দূর করার পাশাপাশি আলুর রস হালকা পোড়া ক্ষত সারিয়ে তুলতেও সাহায্য করে।
টমেটো:
টমেটোতে পটাসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন “এ” এবং “সি” রয়েছে। এই সব উপাদান দাগ হালকা করতে সাহায্য করে এবং ত্বকে সুস্থ্য রাখতে সহায়তা করে। দিনে দুবার পোড়া অংশে টমেটোর রস লাগান উপকার পাবেন।
মেথি:
মেথি ত্বক সুস্থ্য রেখে ত্বকের পোড়া দাগ দূর করতে সাহায্য করে। আধা কাপ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ভেজানো মেথির মিহি পেস্ট তৈরি করে লাগিয়ে রাখুন। ভালো ফলাফলের জন্য দিনে দুবার ব্যবহার করুন।
লেবু ও বাদাম তেল:
বাদাম তেলে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন “ই” রয়েছে। লেবু প্রাকৃতিক ব্লিচিং হিসেবে পরিচিত। আর এই দুই উপাদানের মিশ্রণ ত্বকের পোড়া দাগ দূর করতে সাহায্য করে। ২-৩ ফোঁটা বাদাম তেল লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাগের উপর লাগান দিনে দুবার। এভাবে নিয়মিত ব্যবহারে দাগ হালকা হয়ে আসবে।
বরফের টুকরো:
বরফের টুকরো দাগ দূর করার অন্যতম সহজ ঘরোয়া উপায়। একটি বরফের টুকরো নিয়ে দাগের ওপর কিছুক্ষণ ঘষে নিন পোড়া দাগ হালকা হয়ে আসবে।
চন্দনকাঠের গুঁড়া:
কাটার দাগ তুলতে ভালো ফল দেয় চন্দনকাঠের গুঁড়া। এই গুঁড়ার সঙ্গে সামান্য গোলাপ জল বা দুধ মিশিয়েও ব্যবহার করতে পারেন। কিছুদিন ব্যবহার করেই দেখুন ভালো উপকার পাবেন।
কাঠ বাদাম:
কাঠ বাদাম পোড়া দাগ দূর করতে দারুণ উপকারী। ২-৩টি কাঠ বাদাম পানিতে ভিজিয়ে রাখতে হবে। সেটা দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে কাটা দাগের ওপর লাগাতে হবে।
বেকিং সোডা:
বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। দাগের ওপর সেই পেস্ট লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, যতক্ষণ না তা শুকিয়ে যাচ্ছে। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ভিনেগার:
ভিনেগার এন্টিসেপটিক আর এসট্রিজেন্টের কাজ করে। তাই পোড়া অংশে অল্প ভিনেগার নিয়ে তাতে দুফোটা জল মিশিয়ে নিন। তারপর তুলোর সাহায্যে পোড়া অংশে লাগান।