ডেবিট কার্ড কি? ডেবিট কার্ডের সুবিধা ও অসুবিধা কি কি?

আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলি তখন আমাদের যে ATM কার্ড দেওয়া হয় অ্যাকাউন্টের টাকা খরচ করার জন্য সেটাই ডেবিট কার্ড। ডেবিট কার্ড থেকে টাকা খরচ তখনই করা যায় যখন ব্যাংক অ্যাকাউন্টে আগে থেকেই টাকা থাকে।

মনে করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা জমা আছে। তাহলে ব্যাংক থেকে আপনাকে যে ডেবিট কার্ডটি দেওয়া হবে তাতে ১ লক্ষ টাকাই থাকবে। আপনি যখন ডেবিট কার্ডের মাধ্যমে কোথাও টাকা খরচ করবেন তখন আপনি যত টাকা খরচ করেছেন সেই পরিমাণ টাকা ব্যাংক অ্যাকাউন্টে থেকে কাটা হবে।

আসলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই পেমেন্ট করা হবে। ডেবিট কার্ড আপনার কাছে রাখা মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে আপনার কাছে রাখা। ডেবিট কার্ডটি সাধারনত ইন্টারন্যাশনালি কাজ করে না।

ডেবিট কার্ডের সুবিধাসমূহ নিচে আলোচনা করা হলো:

ফি:

যদি আপনার লেনদেনের জন্য ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে বার্ষিক কোন ফি দেয়ার ভাবনা থাকে না। ডেবিট কার্ড বিনামূল্যে ব্যবহার করা যায়।

নিয়ন্ত্রিত খরচ:

কেনাকাটায় ডেবিট কার্ড ব্যবহার করলে আপনি খরচের সাধ্যের বাইরে যেতে পারবেন না। ডেবিট কার্ডের ক্ষেত্রে কিছু ব্যাংক বিশেষ কিছু ক্ষেত্রে ওভারড্রাফট সুবিধা দেয়।

সুদ নেই:

লেনদেনের ক্ষেত্রে সুদ নিয়ে ভাবতে হয় না ডেবিট কার্ডে কেননা সকল লেনদেনের ক্ষেত্রে টাকা প্রদান করা হয় আগেই।

 সুরক্ষা:

ডেবিট কার্ড পিন কোডের মাধ্যমে সুরক্ষিত করার সুবিধা আছে। যদি আপনার কার্ড চুরির বা কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে, আপনি আপনার  ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার কার্ডটি ব্লক করে দিতে পারেন।

ডেবিট কার্ডের অসুবিধাসমূহ:

হ্রাসকৃত পুরস্কার পয়েন্ট:

কেনাকাটার ওপর পুরস্কার পয়েন্ট ক্রেডিট কার্ড থেকে ডেবিট কার্ডে অনেক কম। বেশীরভাগ ডেবিট কার্ড কোন প্রকার পুরস্কার দেয় না কেনাকাটা বা লেনদেনে জন্য।

ক্রেডিট স্কোর বাড়ায় না:

যদি আপনার লেনদেনের হিসাব সুবিধাজনক না হয়ে থাকে তাহলে ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে ক্রেডিট স্কোর বাড়বে না। আর আপনার ক্রেডিট স্কোর কম হলে ব্যক্তিগত লোন নেওয়া কষ্টসাধ্য হয়।

নিয়মিত ব্যালান্স চেক:

আপনি যদি ডেবিট কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে আপনার অ্যাকাউন্ট ব্যালান্স নিয়মিত চেক করতে হবে। আপনি যদি ব্যয়ের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যান তাহলে বড় ধরনের ওভারড্রাফট জরিমানা হতে পারে।

আসলে সবকিছুর মতোই এই ডেবিট কার্ডে সুবিধা ও অসুবিধা আছে। আপনার প্রয়োজন মত আপনি এটি ব্যবহার করতে পারেন।