ঠোঁটের কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায়।

সুন্দর মুখমন্ডলে একটু মিষ্টি হাসি শোভা বাড়িয়ে তোলে ব্যক্তি সৌন্দর্য্যকে। আর যেহেতু ঠোঁটের মাধ্যমেই এই হাঁসির প্রকাশ সেহেতু হাঁসির প্রাণকেন্দ্রই চমকপ্রদ গোলাপী ঠোঁট।

তবে সুন্দর মুখমন্ডলে ঠোঁটের কালো দাগ তৈরি করে আমাদেরকে সমস্যায় ফেলে দেয় এবং সবার সামনে প্রাণোচ্ছ্বল হাঁসি নিয়ে ও দূর্বিধায় ফেলে দেয়।

তাই, ঠোঁটের কালো দাগ দূর করবে কিভাবে এটা নিয়ে মানুষ খুব চিন্তিত থাকে। অনেক সময় দেখা যায়, পুরো মুখ উজ্জ্বল থাকলেও ঠোঁটের চারপাশের অংশ কালো থাকে।

ঠোঁট কেন কালো হয়?

অনেক কারণেই ঠোঁট কালো হতে পারে বা ঠোঁটে কালো দাগ পড়তে পারে। যেমন- ব্যস্ত কর্মজীবনে, আবহাওয়ার পরিবর্তন, শারীরিক অসুস্থতা, তামাক সেবন, ধূমপান করা।

এছাড়া কেমোথেরাপি, নিম্নমানের কসমেটিকসের ব্যবহার, সরাসরি সূর্যের আলো পড়লে, স্বাস্থ্যের প্রতি উদাসীনতা ইত্যাদি কারণে হয়ে থাকে।

বাজারে অবশ্যই ঠোঁটের দাগ দূর করার নানা ওষুধ পাওয়া যায়। কিন্তু তা অনেক সময় কার্যকর হয় না।

কিন্তু প্রাকৃতিক কিছু উপায় আছে, যাতে ঠোঁটের কালো দাগ দূর করে। এ রকম কয়েকটি উপায় সম্পর্কে জেনে নিন:

অ্যালোভেরার রস:

ঠোঁট কালো হয়ে যাওয়ার প্রধান কারণ হলো ময়েশ্চারাইজারের অভাব।

এ ক্ষেত্রে অ্যালোভেরার রস ব্যবহার করতে পারেন, যা আপনার ত্বকে প্রাকৃতিক ময়েশ্চারাইজারের অভাব পূরণ করবে।

এক টুকরো অ্যালভেরা নিয়ে সবুজ অংশ বাদ দিয়ে ভিতরের জেলটা ঠোঁট ও ঠোঁটের চারপাশে সারারাত লাগিয়ে রাখুন।

তারপর সকালে উঠে ভালো করে ধুয়ে ফেলুন।

গোলাপজল:

তুলায় গোলাপজল মিশিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে লাগান।

এতে ঠোঁটে রক্ত চলাচল বাড়বে এবং ঠোঁট বাড়তি যত্ন পাবে। যার ফলে ঠোঁটের দাগও দূর হবে।

পাতিলেবু ও চিনি:

একটুকরো পাতিলেবু নিয়ে উপরে একটু চিনি দিয়ে ঠোঁটে আলতো করে ঘষুন এতে ঠোঁটের মরা কোষগুলো উঠে যাবে এবং ঠোঁটের কালো দাগ দূর হবে।

বেসন ও দুধ:

২/৩ চামচ বেসনের সঙ্গে পরিমাণমতো দুধ মিশিয়ে ঠোঁটের চারপাশে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন।

এবার হালকা ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা লাগানোর ফলে মৃত কোষ দূর হবে এবং কালো দাগ দূর করে ত্বক নরম ও উজ্জ্বল করবে।

বেকিং সোডা:

পানির সাথে বেকিং সোডার মিশিয়ে পেস্ট তৈরি করুন। ভালো করে ঠোঁটে ২-৩ মিনিট লাগিয়ে রাখুন।

এরপর ভালো করে ধুয়ে ফেলুন। ভেজা ভাব শুকিয়ে গেলে ঠোঁটের কোনো জেল ব্যবহার করুন।

গ্লিসারিন:

তুলায় অল্প পরিমানে গ্লিসারিন দিয়ে রাতে ঠোঁটের উপর লাগিয়ে রাখুন।

সূর্য রশ্মি বা আর্দ্রতার কারণে শুষ্ক হয়ে যাওয়া ঠোঁটের মৃত কোষগুলো তুলে দেয় এবং ঠোঁটের কালো দাগ দূর করে।

নারকেল তেল:

আঙুলের মাথায় একটু নারকেল তেল নিয়ে ঠোঁট ভিজিয়ে রাখুন।

এতে যে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে, তা ঠোঁট আর্দ্র ও সবল রাখে। যার ফলে ঠোঁটের কালো দাগ দূর করে ঠোঁট নরম ও উজ্জ্বল করবে।

হলুদের প্যাক:

হলুদের সঙ্গে দুধ অথবা টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন।

এবার ঠোঁটের চারপাশে এই প্যাক লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বল ও দাগহীন করে।