টুথপেস্ট ব্যবহার কি ত্বকের জন্য নিরাপদ ? টুথপেস্ট ত্বকের কি কি উপকার করে ?

ত্বকের যত্নে কত কিছুই না ব্যবহার করেছেন, কিন্তু কখনো টুথপেস্টের কথা ভেবেছেন। কিন্তু দাঁত মাজার পাশাপাশি ত্বকের যত্নেও টুথপেস্ট সমান কার্যকরী একথা আমাদের অনেকেরই অজানা।

টুথপেস্ট ব্যবহার কি ত্বকের জন্য নিরাপদ

অনেকে দাগ দূর করতে টুথপেস্ট ব্যবহার করেন। তারা হয়তো জানে না এটা ভালোর চেয়ে বেশি ক্ষতি করতে পারে। এই ঘরোয়া প্রতিকারের কোনো বৈজ্ঞানিক সমর্থন নেই।

অনেকের কাছে টুথপেস্ট একটি কার্যকর দাগ দূর করার চিকিৎসা বলে মনে হতে পারে কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ রয়েছে।

তবে ত্বকের যত্নের ক্ষেত্রে টুথপেস্টের উপাদানগুলির উপকারের চেয়ে বেশি ক্ষতির ঝুঁকি থাকতে পারে।

গবেষণায় দেখা গেছে টুথপেস্টে ট্রাইক্লোসান নামে একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট রয়েছে।

২০১৭ সালে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) ট্রাইক্লোসানকে থাইরয়েড হরমোনের মাত্রা হ্রাস করতে পারে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধে অবদান রাখতে পারে।

অনেক উপাদান রয়েছে টুথপেস্টে যেমন: টুথপেস্টে সোডিয়াম লরিল সালফেট, ট্রাইক্লোসান অথবা সোডিয়াম ফ্লোরাইড যদি থাকে, তাহলে এটি ব্যবহার না করা ভালো।

বিশেষ করে টুথপেস্ট শুষ্ক বা সংবেদনশীল ত্বকের দাগ
এবং পিম্পল কমানোর বদলে আরও বাড়িয়ে দেয়।

টুথপেস্ট ত্বকের কি কি উপকার করে

আসলে টুথপেস্ট ত্বকের কি কি উপকার করে এই বিষয়ে কোন বিজ্ঞানিক প্রমাণ নেই। তবে অনেকে মনে করে টুথপেস্ট ত্বকের নিম্ন লিখিত উপকার করে থাকে।

কালো দাগ দূর করে:

কালো দাগ থেকে পরিত্রাণ পেতে টুথপেস্ট ব্যবহার করুন। পরিমান মতো পেস্টের সাথে পানি মিশিয়ে দাগের উপর প্রয়োগ করুন। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন।

মুখের লোম দূর করে:

লেবু, টুথপেস্ট এবং লবণ বা চিনি একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। আবার এই পেস্টি মুখে ব্যবহার করুন। এটি মুখের লোম দূর করতে সাহায্য করবে।

অনুজ্জ্বল ত্বকের সমস্যায়:

সাধারণ ফেসওয়াসের মতোই টুথপেস্ট ব্যবহার করুন এবং প্রচুর খুব ভালো করে মুখ ধুয়ে ফেলুন আর পেয়ে যান উজ্জ্বল ত্বক

নাকের দাগ ওঠাতে:

নাকের দাগ ওঠাতেও টুথপেস্ট খুব কার্যকরী। নাকের ওপরে ঘন করে টুথপেস্ট লাগিয়ে নিন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

এরপর শুকিয়ে গেলে নরম ব্রাশ দিয়ে হালকা করে গোলাকারভাবে ঘষে নিন। নাকের ওপরে থাকা দাগ দূর হওয়ার পাশাপাশি বন্ধ লোমকূপও পরিষ্কার হবে। সঙ্গে নাকের ব্ল্যাকহেডসও দূর হবে।

হোয়াইট হেডস-এর সমস্যায়:

হোয়াইট হেডস লোপকূপের ছিদ্র বন্ধ করে দেয়। হোয়াইট হেডস রয়েছে যেমন- নাক, কপাল, চিবুক সে সব জায়গায় পুরু করে টুথপেস্টের প্রলেপ লাগান।

শুকিয়ে গেলে খুঁটে খুঁটে তুলে ফেলুন। এরপর ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

গোলাপী ঠোঁট:

এক্ষেত্রে ব্রাশে কিছু টুথপেস্ট নিন এবং এতে কিছু মধু যোগ করুন। প্রায় ২ মিনিটের জন্য ঠোঁট ব্রাশ করুন।

এটি নিয়মিত করার ফলে মৃত কোষগুলিকে দূর করবে এবং ঠোঁট হয়ে উঠবে গোলাপী।

অতিরিক্ত সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে:

টুথপেস্ট অতিরিক্ত সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারে। পেস্ট, পানি এবং লবণ দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ টি রাতে লাগিয়ে ঘুম পরুন।

ঘুম থেকে উঠে সকালে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা নিয়ন্ত্রণ করে।

অবশ্যই কোনো কালারফুল টুথপেস্ট ব্যবহার করবেন না। শুধু সাদা টুথপেস্ট ব্যবহার করবেন।

রেফারেন্স: