টুইস্টেড পেয়ার ক্যাবল কাকে বলে? টুইস্টেড পেয়ার ক্যাবলের সুবিধা ও অসুবিধা কি?

টুইস্টেড পেয়ার ক্যাবল কাকে বলে?


টেলিফোন লাইনের কানেকশনে স্বল্প খরচে কোনো দূরত্বে নেটওয়ার্ক তৈরির জন্য যে ক্যাবলটি ব্যবহৃত হয় সেটিই হলো টুইস্টেড পেয়ার ক্যাবল (Twisted Pair Cable)। অর্থ্যাৎ, দুটি পরিবাহী কপার বা তামার তারকে সুষমভাবে পেঁচিয়ে যে ধরনের ক্যাবল তৈরি করা হয় তাই টুইস্টেড পেয়ার ক্যাবল।

Twisted_Pair

টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি 0-5 MHZ.। টুইস্টেড পেয়ার ক্যাবলের মধ্য দিয়ে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য দুটি পরিবাহী কপার বা তামার তারকে পরস্পর সমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরি করা হয়।

পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। এধরনের ক্যাবলে সাধারণত মোট ৪ জোড়া তার ব্যবহার করা হয়।

টুইস্টেড পেয়ার ক্যাবল এর সুবিধা ও অসুবিধা কি?


টুইস্টেড পেয়ার ক্যাবল এর সুবিধা সমূহ:
১. কম দুরত্বে যোগাযোগ ক্যাবল হিসাবে টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
২. টুইস্টেড পেয়ার ক্যাবল দামে খুবই সস্তা এবং ইনস্টল করাও খুবই সহজ।
৩. টুইস্টেড পেয়ার ক্যাবলের গঠন পাতলা হওয়ায় শেপে ভাঁজ করা যায় এবং সহজে ভেঙে যায় না।
৪. অ্যানালগ এবং ডিজিটাল উভয় ধরনের ডেটা প্রেরণের জন্য টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহৃত করা যায়।
৫. টুইস্টেড পেয়ার ক্যাবল সহজে স্থাপন করা যায়। টেলিফোন লাইনে সর্বপ্রথম টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহৃত হয়।
৬. টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি 0-5 MHZ.। ফলে ডেটা প্রেরণ করে খুব দ্রুত।
৭. টুইস্টেড পেয়ার ক্যাবল সহজে মেরামত করা যায়।
৮. টুইস্টেড পেয়ার ক্যাবলে ৪ জোড়া তার থাকায় বা আলাদা আলাদা রঙের তার থাকায় সহজে শনাক্ত করা যায়।

Twisted

টুইস্টেড পেয়ার ক্যাবল এর অসুবিধা সমূহ:
১. টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহার করে ১০০ মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা কষ্টকর।
২. বেশি দূরত্বে ডেটা পাঠানোর জন্য ২ কিঃমিঃ পরপর রিপিটার ব্যবহার করতে হয়। ফলে আলাদা খরচ বহন করতে হয়।
৩. ডেটা ট্রান্সমিশন ডিলে টাইম অন্যান্য ক্যাবলের চেয়ে বেশি।
৪. টুইস্টেড পেয়ার ক্যাবলের গঠন পাতলা হওয়ার কারণে সহজেই ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে।
৫. অন্য সব ক্যাবলের তুলনায় টুইস্টেড পেয়ার ক্যাবলের ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি।
৬. তারের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ডেটা স্থানান্তরের হার হ্রাস পায়।
৭. টুইস্টেড পেয়ার ক্যাবল সহজেই নয়েজ সিগনাল দ্বারা প্রভাবিত হয়।