টাকা কি সুখ দিতে পারে? টাকা থাকলেই কি সুখী হওয়া যায়? যেগুলো টাকা দিয়ে কেনা যায় না।
সাময়িকভাবে টাকা হয়তো আপনাকে সুখ দিতে পারে কিন্তু টাকা থাকলেই সুখী হওয়া যায় না। মনে শান্তি নেই। কাছের মানুষের সাথে সম্পর্ক নেই। প্রাপ্য মর্যাদা আপনি পাচ্ছেন না। তাহলে কাছে কাড়ি কাড়ি টাকা থেকেও লাভ নেই।
বলতে গেলে প্রায় সব বস্তুই টাকা দিয়ে কেনা যেতে পারে। কিন্তু বস্তুসামগ্রীর বাইরেও জগতের যে অনুভূতিগুলো রয়েছে (সম্মান, আপন সম্পর্ক, ভালোবাসা, উপকার, মাতৃত্ব, বন্ধুত্ব ইত্যাদি) সেগুলো কখনই টাকার বিনিময়ে পাওয়া যায় না।
টাকা মানে হচ্ছে “দ্বিতীয় ভগবান”। কিংবা বলা যায় পৃথিবীতে টাকাই এখন প্রথম ভগবান বা ঈশ্বর। যার টাকা আছে, তার সবকিছু আছে। ভালোবাসা, সম্মান, বিলাসিতা, সুখ।
যাদের অনেক টাকা আছে, আসলেই কি তাঁদের সব আছে? না! পৃথিবী টাকার ওপরে প্রতিষ্ঠিত সত্য, কিন্তু এখনো এমন অনেক কিছু আছে যেগুলোর মূল্য টাকার চাইতে অনেক বেশী। এবং শুধু আপনি কেন, কেউই চাইলে সেসব টাকা দিয়ে কিনতে পারবে না।
টাকা থাকলেই কি সুখ কেনা যায়? অনেকেই বলবেন হয়তো যে হ্যাঁ যায়। আবার একদল বলেন, টাকার সঙ্গে মনের শান্তি, স্বস্তির কোনো সম্পর্ক নেই। এই নিয়ে তর্ক চলছে বহুদিন ধরে। আসলে কি টাকা থাকলেই সুখ কেনা যায়?
মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল সোশ্যাল সার্ভে (জিএসএস) একটি গবেষণার ফল প্রকাশ করেছে সম্প্রতি। তাতে জানানো হয়েছে, টাকা আর সুখের সম্পর্ক রয়েছে। ১৯৭২ সাল থেকে ৪৪ হাজার মানুষের উপর এই গবেষণা করা হয়েছে।
কিছুদিন আগে ‘ইমোশন’ নামের একটি পত্রিকায় ওই গবেষণার ফল প্রকাশ করা হয়েছিল। সেখানে লেখা হয়েছে, ৩০ বছরের বেশি মানুষের সুখ নির্ভর করে তার উপার্জনের উপর। মনের শান্তি থেকে শুরু করে স্বস্তি, সবটাই অর্থের উপর নির্ভরশীল।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সব থেকে দীর্ঘদিন ধরে চলা গবেষণাগুলোর মধ্যে এটি একটি। অর্থ সুখ কিনতে পারে না- এমন প্রবাদকে চ্যালেঞ্জ করতেই এই গবেষণা করা হয়েছিল।
গবেষণায় সুখের কয়েকটি স্তর ধরা পড়েছে। এছাড়া গত দশকের থেকে বর্তমানে সুখের সঙ্গে উপার্জনের সম্পর্ক অত্যন্ত দৃঢ় বলে জানানো হয়েছে।
যে জিনিসগুলো টাকা দিয়ে কেনা যায় না:
সময় :
এই কথাটি অবশ্যই স্বীকার করতে হবে যে টাকা বা অর্থের চেয়ে জীবনে সময়ের মূল্য অনেক বেশি। টাকা চলে গেলে টাকা পাওয়া সম্ভব কিন্তু সময় ও নদীর স্রোতের যেমনঃ কারো জন্য অপেক্ষা করে না তেমনি সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না বা পাওয়া সম্ভব না। টাকা দিয়ে সময় কখনই কেনা সম্ভব না।
সম্মান :
অনেকে মনে করেন বা বিশ্বাস করেন যে টাকা থাকলে মানসম্মানও কিনতে পারা যায়। কিন্তু আসলেই কি বেশি টাকা থাকলে মানসমান কিনতে পারা যায়? টাকা দিয়ে এই ভোগবাদী জগতে দামি অট্টালিকা, আকাশচুম্বী ভবন বানানো যায়। হাজারো ভোগবাদী জিনিস আপনি ক্রয় করে ভোগ করতে পারেন কিন্তু সন্মান কিভাবে কিনবেন।
রাজকীয় প্রাসাদ বা বাড়ি, দামি পোশাক, দামি গাড়ি দেখে হয়তো অনেকেই আপনাকে সন্মান করতে পারেন কিন্তু অগোচরে তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। তাই এই কথা সত্যি যে, টাকা দিয়ে প্রকৃত সম্মান কখনই কেনা সম্ভব না তাই টাকার চেয়ে একজনের সম্মান অনেক বেশি মূল্যবান।
ব্যবহার :
প্রবাদে প্রচলিত একটি কথা আছে যে, ‘ মানুষের ব্যবহারে পাবে পরিচয়’ বা ব্যবহারে বংশের পরিচয়। এই কথাটিও ধ্রুব সত্য। একজনের ব্যবহারে বোঝা যায় সে কেমন ফ্যামিলি থেকে এসেছে। কারও অনেক টাকাপয়সা থাকলেও তার যদি ব্যবহার খারাপ হয় তাহলে কেউ তার কাছে যেতে চাইবে না। তাকে ভয় পাবে এবং কেউই পছন্দ করবে না।
অধ্যবসায় :
ছোটবেলায় অধ্যবসায় রচনাটি পড়েনি এমন ছাত্র হয়তো পাওয়া যাবে না। অধ্যবসায় হল কোনো কিছু অর্জনের জন্য লেগে থাকা বা কোনো কিছুর জন্য কঠোর পরিশ্রম করা। অধ্যবসায় ছাড়া জীবনে সফলতা সম্ভব না। অনেকে মনে করেন টাকা থাকলেই জীবনে সফলতা আসতে পারে। কিন্তু তা ক্ষণস্থায়ী। তাই টাকার চেয়ে অধ্যবসায় অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ।
দায়িত্বজ্ঞান :
টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান হল এই দায়িত্বজ্ঞান। যে ব্যক্তির দায়িত্বজ্ঞান নেই সে সমাজে পরগাছার মতই বসবাস করে। নাগরিকের দায়িত্বহীনতা একটি দেশকে বহুবছর পিছিয়ে দিতে পারে। তাই শুধু অর্থ থাকলেই হয় না। সমাজের প্রতি, নিজের পরিবারের প্রতি এমনকি নিজের দেশের প্রতি দায়িত্ববোধও থাকতে হয়।
ঐক্য :
ঐক্যই শক্তি, ঐক্যই বল। ঐক্য ছাড়া একটি সমাজ বা একটি দেশ কোনোভাবেই এগুতে পারে না। সবার অংশগ্রহণে বা সম্মিলিত প্রয়াসে একটি কাজ দ্রুত করা সম্ভব। তাই শুধু টাকা দিয়ে সবক্ষেত্রে সফল হওয়া সম্ভব না। এর জন্য সকলের ঐক্য থাকাও প্রয়োজন।
সততা :
বর্তমান সমাজে দেখবেন অনেকেই বলছেন অমুক ব্যক্তি অনেক সৎ তাই জীবনে কিছু করতে পারলেন না। এখানে দেখা যাচ্ছে সততার মূল্যায়ন না করে বস্তুবাদী বা ভোগবাদী জড় জগতের টাকা পয়সা, বাড়ি গাড়িকে গুরুত্ব দিয়ে অসৎহয়ে সমাজের চোখে আজীবন মাথা নিচু করে চলতে চায়। কিন্তু কষ্ট হলেও সৎ থাকলে সমাজে মাথা উঁচু করে বসবাস করা যায়। মানব সমাজে সততার গুরুত্ব অর্থের তুলনায় অনেক বেশি উর্ধ্বে।
অনুপ্রেরণা বা মনে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে এবং এ ব্যাপারে নিজে ও পরিবারের সকলে মন থেকে অনুপ্রেরণা যোগাবে। টাকা দিয়ে কি এগুলো সম্ভব।
মনের সুখই প্রকৃত সুখ। আগে নিজেকে ভালোবাসুন। এরপর পৃথিবীর সকল মানুষকে ভালোবাসুন। পৃথিবীর সকল প্রাণীকে ভালোবাসুন। টাকা দিয়ে এগুলো হয় না।
ভালোবাসা অবস্তুগত এক ধরনের মায়া যার শক্তিতে পুরো পৃথিবী চলছে। কেউ যদি মনে করেন এর চেয়েও অনেক বেশি শক্তিশালী টাকা এবং টাকা দিয়ে প্রয়োজনে ভালোবাসাও কেনা সম্ভব তাহলে মনে করতে হবে সে স্বপ্নময় কোনো পৃথিবীতে আছে যেখানে সবকিছুই অলীক। ভালোবাসা টাকার চেয়েও অনেক বেশি ক্ষমতাধর যার সাথে কোনোকিছুরই তুলনা সম্ভব না।