জীব বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন যন্ত্রের ব্যবহার।

জীববিজ্ঞান (Biology) বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয়। তাদের গঠন, বৃদ্ধি, বিবর্তন, শ্রেণীবিন্যাস বিদ্যার আলোচনাও এর অন্তর্ভুক্ত। আধুনিক জীববিজ্ঞান খুব বিস্তৃত একটি ক্ষেত্র, যেটির অনেক শাখা-উপশাখা আছে। আধুনিক জীববিজ্ঞান বলে, কোষ হচ্ছে জীবনের মূল একক, আর জিন হলো বংশগতিবিদ্যার মূল একক।

অথ্যালমোস্কোপ (Opthalmoscope): চক্ষুর রেটিনা ও ভিতরের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করা হয়।
মাইক্রোস্কোপ (Microscope): খালি চোখে দেখা যায় না এমন বস্তু পর্যবেক্ষণ করা হয়। যেমন—ভাইরাস, ব্যাকটিরিয়া, কোষ, রক্ত, উদ্ভিদ ও প্রাণীর দেহাংশের ছেদ ইত্যাদি।
স্টেথোস্কোপ (Stethoscope): এটি বক্ষ নিরীক্ষণ যন্ত্র, যার সাহায্যে হৃদ্‌গতি, হৃদধ্বনি, ফুসফুসের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করা হয়।
স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer): এটা দ্বারা রক্তচাপ পরিমাপ করা হয়।
স্পাইরোমিটার (Spirometer): এর সাহায্যে ফুসফুসের বায়ুর পরিমাণ নির্ণয় করা হয়।।
হিমোসাইটোমিটার (Haemocytometer): এর সাহায্যে রক্ত কোষ গণনা করা হয়।
উইনট্রোব টিউব (Wintrobe Tube): ESR অর্থাৎ লোহিত কণিকার থিতানোর হার পরিমাপ করা হয়।
মাইক্রোমিটার (Micrometer): এর সাহায্যে ক্ষুদ্র কোষের ব্যাস নির্ণয় করা হয়।
বম ক্যালোরিমিটার (Bom Calorimeter): এই যন্ত্রের সাহায্যে খাদ্যবস্তুর ক্যালোরি মূল্য নির্ণয় করা হয়।
স্টেথোগ্রাফ্ (Stethograph) বা বক্ষলেখ যন্ত্র: এর সাহায্যে বক্ষপ্রাচীরের উঠানামা (প্রশ্বাস ও নিশ্বাসকালীন) রেকর্ড করা হয়।
কারডিওমিটার (Cardiometer): এর সাহায্যে হৃদ্‌-উৎপাদ বা কার্ডিয়াক নির্ণয় করা হয়।
গ্যালভানোমিটার (Galvanometer): এর সাহায্যে ECG-র তরঙ্গ রেকর্ড করা হয়।
ডগ্ লাস ব্যাগ (Douglas bag): এর সাহয্যে ফুসফুসে অক্সিজেন গ্রহণের পরিমাণ নির্ধারণ, খাদ্যের তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু নির্ণয় করা এবং BMR নির্ণয় করা হয়।
হিমোগ্লোবিনোমিটার (Haemoglobinometer) বা হিমোমিটার (Hemometer): এটা দ্বারা হিমোগ্লোবিনের পরিমাণ নির্ধারণ করা হয়।
অলফ্যাক্টোমিটার (Olfactometer): এটা দ্বারা ঘ্রাণ অনুভূতির তারতম্য নির্ধারণ করা হয়।
অক্সানোমিটার (Auxanometer): এর সাহায্যে উদ্ভিদের কাণ্ড ও মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপ করা হয়।
আর্ক ইণ্ডিকেটর (Are indicator): এর দ্বারা উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধির হার নির্ণয় করা হয়।
বেনেডিক্ট রথ যন্ত্র (Benedict – Roth Apparatus): এই যন্ত্রের সাহায্যে BMR নির্ণয় করা হয়।
ক্লিনিক্যাল থার্মোমিটার (Clinical Thermometer): এর সাহায্যে মানুষের শরীরের তাপমাত্রা নির্ধারণ করা হয়।
ভিসকোমিটার (Viscometer): এই যন্ত্রের সাহায্যে রক্তের সান্দ্রতা নির্ণয় করা হয়।
রেফারেন্স: