জামা কাপড়ের দাগ দূর করার উপায়।

গরম চায়ের দাগ কিংবা হলুদের দাগ। জামায় যদি কোনকিছু ছিটেফোঁটাও লাগে তাহলে আপনার শখের জামাটা এক মুহূর্তেই দফারফা হয়ে যায়। এই দাগ এতটাই বিচ্ছিরি দেখতে লাগে যে আর দ্বিতীয়বার তা পড়া যায় না। এবার এই নাছোড়বান্দা দাগ থকে মুক্তি পাওয়ার উপায় খুঁজছেন? দেরি না করে দেখে নিন এই দাগ দূর করার কিছু ঘরোয়া টিপস।

কফির দাগ দূর করতে:

অনেক সময় জামা কাপড়ে কফি পরে বাজে দাগ হয়ে যায়। এই দাগ দূর করতে ৩ চামচ ভিনিগার ও ১ এক চামচ পানি মিশিয়ে নিয়ে একটি পুরু মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণটি কফির দাগের উপর কয়েক মিনিট লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন কফির দাগ দূর হয়ে যাবে।

আইসক্রিমের দাগ দূর করতে:

অনেক সময় বাচ্চারা আইসক্রিম খাওয়ার সময় জামা কাপড়ে লাগিয়ে ফেলে। আইসক্রিমের দাগ দূর করার জন্য প্রথমে দাগের উপর কিছুক্ষণ লেবুর রস লাগিয়ে রাখুন। তারপর আস্তে আস্তে ঘষে ধুয়ে নিন। দেখবেন দাগ উঠে যাবে।

চায়ের দাগ দূর করতে:

চা খেতে গিয়ে প্রায়ই অসাবধানতায় আমাদের জামা কাপড়ে পড়ে যায়। এই চায়ের দাগ খুবই জেদি যেতে চাইনা সহজে। এই দাগ দূর করতে আপনি চিনি ব্যবহার করতে পারেন। অবাক হওয়ার কিছু নাই। এক্ষেত্রে চিনি খুব কার্যকরী। কয়েক চামচ চিনি নিন। তারপর পানি দিয়ে গুলে দাগের উপর লাগিয়ে দিন। কিছুক্ষন পরে জামাটি ধুয়ে ফেলুন।

ঘামের দাগ দূর করতে:

কিছু কিছু মানুষের জামা কাপড়ে ঘামের এমন দাগ হয়ে যায় যে তা সহজে উঠতেই চায় না। এইসব দাগ ওঠানোর জন্য লবণ বেশ কার্যকরী। ঘামের দাগের জায়গাটা লবণ ও সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখুন। তারপর কাপড়টি ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।

কালির দাগ দূর করতে:

জামায় কলমের কালির দাগ লেগে গেছে? চিন্তা না করে দাগের উপর ২ থেকে ৩ ফোঁটা হ্যান্ড স্যানিটাইজ়ার লাগিয়ে দিন। টুথব্রাশ দিয়ে দাগের উপর হালকাভাবে ঘষুন এবং এরপর দাগের উপর ১৫ মিনিট বেকিং পাউডার লাগিয়ে রেখে দিন। কিছুক্ষন পরে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।

হলুদের দাগ দূর করতে:

কাপড়ের যে স্থানে হলুদের দাগ লেগেছে সেখানে কিছুক্ষণ লেবু দিয়ে ঘষুন। এরপর রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে কাপড় ধুয়ে ফেলুন। এছাড়া গ্লিসারিন ব্যবহার করতে পারেন। দাগের উপর গ্লিসারিন লাগিয়ে রাখুন। এক ঘন্টা পর কাপড় ধুয়ে ফেলুন দাগ উঠে যাবে।

সুপ বা সসের দাগ দূর করতে:

কাপড়ে সুপ বা সসের দাগ লেগে গেলে সোডা বা সোডা পানীয় থাকলে তাতে একটি কাপড় ভিজিয়ে দাগের উপর ঘষে নিন। এবং দাগ উঠে গেলে ধুয়ে ফেলুন।

তেলের দাগ দূর করতে:

বালিশের কভারে ও কাপড়ে লেগে থাকা তেলের দাগ দূর করুন সাধারন শ্যাম্পু দিয়ে। এছাড়াও আরেকটি উপায় হলো ৩ চামচ বেকিং সোডা ও ১ চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের উপরে সামান্য ভিজিয়ে নিয়ে তাতে মিশ্রণটি ঘষে ঘষে লাগান। এভাবে ১ ঘন্টা রেখে দিয়ে ধুয়ে ফেলুন। দাগ পুরোপুরি না ওঠা পর্যন্ত আবার একইভাবে চেষ্টা করুন।

মেহেদির দাগ দূর করতে:

মেহেদির দাগ দূর করার জন্য দুধ বেশ কার্যকর। দাগ লাগা স্থানে দুধ দিয়ে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ একেবারেই গায়েব হয়ে গেছে।