জলজ উদ্ভিদ ও মরু উদ্ভিদ কাকে বলে? এদের মধ্যে পার্থক্য কি?

জলজ উদ্ভিদ কাকে বলে?


জলজ উদ্ভিদ বলতে সেই সকল উদ্ভিদকে বোঝানো হয়, যারা লোনাপানি অথবা স্বাদুপানিতে বসবাসের জন্য অভিযোজিত হয়েছে। এদের হাইড্রোফাইট এবং ম্যাক্রোফাইট নামেও অভিহিত করা হয়, যাতে শৈবাল এবং মাইক্রোফাইট জাতীয় উদ্ভিদ থেকে এদের আলাদা করা যায়।

aquarium-plant

অন্যভাবে বললে বলা যায়, যে সমস্ত উদ্ভিদ জলে জন্মে সম্পূর্ণভাবে জলজ পরিবেশে জীবন যাপন করে তাদের জলজ উদ্ভিদ বলে। হ্রদ, পুকুর, নদী, জলাশয় ও অন্যান্য জলজ পরিবেশে এবং আর্দ্র ভূমিতে বসবাসকারী উদ্ভিদেরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত।

মরু উদ্ভিদ কাকে বলে?


মরু উদ্ভিদ বা জেরোফাইট হলো উদ্ভিদ-এর একটি প্রজাতি, যারা অভিযোজন ক্ষমতার সাহায্যে মরুভূমির মতো শুষ্ক বালুকাময়, আর্কটিক-এর মতো বরফ অথবা তুষর-আচ্ছাদিত অঞ্চল, যেখানে অতি সামান্য তরল জল মেলে, তেমন পরিবেশে টিকে থাকতে পারে।

Desert plant

অন্যভাবে বললে বলা যায়, যেসব উদ্ভিদ শুষ্ক মরু পরিবেশে জন্মায় ও জীবনচক্র সমাধান করে তাদের মরু উদ্ভিদ বা জেরোফাইট বলে।

জলজ উদ্ভিদ ও মরু উদ্ভিদ এর মধ্যে পার্থক্য:


জলজ উদ্ভিদ (Aquatic plants) মরু উদ্ভিদ (Desert plant)
১. যে সমস্ত উদ্ভিদ জলে জন্মে সম্পূর্ণভাবে জলজ পরিবেশে জীবন যাপন করে তাদের জলজ উদ্ভিদ বলে। ১. যেসব উদ্ভিদ শুষ্ক মরু পরিবেশে জন্মায় ও জীবনচক্র সমাধান করে তাদের মরু উদ্ভিদ বা জেরোফাইট বলে।
২. জলজ উদ্ভিদের কাণ্ড নরম ও দুর্বল। ২. মরু উদ্ভিদের কাণ্ড শক্ত ও কাষ্ঠল।
৩. জলজ উদ্ভিদের ত্বকে সাধারণত কিউটিকল থাকে না। ৩. মরু উদ্ভিদের ত্বকে কিউটিকলের পুরু আস্তরণ থাকে।
৪. জলজ উদ্ভিদের পত্ররন্ধ থাকে না, যদি থাকে তবে তা পাতার উপর পৃষ্ঠে থাকে। ৪. মরু উদ্ভিদের পত্ররন্ধ্র সবক্ষেত্রে পাতার নিম্নপূষ্ঠে থাকে।
৫. জলজ উদ্ভিদের দেহে প্রচুর বায়ুকুঠুরী থাকে এবং এগুলি প্লবতা প্রদান করে। ৫. মরু উদ্ভিদের দেহে বায়ু কুঠুরী থাকে না, তৎপরিবর্তে পানি সঞ্চয়কারী কোষ থাকতে দেখা যায়। কোনাে কোনাে ক্ষেত্রে মিউসিলেজ কোষ পরিলক্ষিত হয়।
৬. জলজ উদ্ভিদের মূল দুর্বলভাবে গঠিত অথবা সম্পূর্ণরূপে অনুপস্থিত। ৬. মরু উদ্ভিদের মূল সুগঠিত ও শাখা-প্রশাখাযুক্ত।
৭. উদাহরণ: কচুরিপানা, পদ্ম, ঝাঁঝি প্রভৃতি জলজ উদ্ভিদ। ৭. উদাহরণ: খেজুর, ফনিমনসা, বাবলা প্রভৃতি মরু উদ্ভিদ।
৮. জলজ উদ্ভিদের মেজোফিল টিস্যু সাধারণত প্যালিসেড ও স্পঞ্জী প্যারেনকাইমা কোষে বিভেদিত থাকে না। ৮. মরু উদ্ভিদের অধিকাংশ ক্ষেত্রে মেজোফিল টিস্যু প্যালিসেড ও স্পঞ্জী প্যারেনকাইমা কোষে বিভেদিত থাকে।