চোখের পাতায় ফুসকুড়ি বা অঞ্জনি বা আই স্টাই ওঠার কারণ কি?
মৃত ত্বক, ময়লা বা তেল জমে ওই ছোট ছোট তেল গ্রন্থিগুলোকে বন্ধ করে দেয়। তেল গ্রন্থি বন্ধ হয়ে গেলে তার ভেতরে ব্যাকটেরিয়া জন্ম নেয়, আর তার ফলে ফুসকুড়ি হয়। এটি চোখের ভেতরে ও বাইরে হতে পারে।
চোখের উপরের পাতায় বা চোখের নিচের পাতার কোনো অংশে ফুসকুড়ির মতো কিছুটা ফুলে ওঠা মূলত দুটি ভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে। এর মধ্যে একটির নাম হলো ক্যালাজিয়ন আর অন্যটির নাম হলো আই স্টাই (eye stye)।
ক্যালাজিয়নের সমস্যা হলে সাধারণত চোখের পাতার কাছ থেকে একটু দূরের অংশে ছোট ছোট গোটা উঠতে দেখা যায়। এতে ব্যথা থাকে না। চোখে লালচে ভাবও থাকে না।
স্বাভাবিক দৃষ্টিশক্তিরও কোনো সমস্যা হয় না। এ রকম হলে কুসুম গরম পানিতে পরিষ্কার তুলা ভিজিয়ে নিয়ে চোখের ফুলে যাওয়া অংশে কয়েকবার হালকা চাপ দিন ও বার বার চোখ পরিষ্কার করুন।
স্টাই নামের অন্য যে সমস্যাটি চোখের পাতায় হয়, সেটিতে চোখের পাতার কিনারায় ছোট একটি গোটা বা ফুলে ওঠা অংশ দেখা যায়। এতে ব্যথা থাকে, লালচে ভাবও থাকে। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ এবং নির্দেশনা অনুযায়ী ওষুধ খেতে হবে।
চলুন জেনে নেওয়া যাক, চোখের পাতায় ফুসকুড়ি কি কি কারণে উঠতে পারে :
চোখের যত্ন না নেওয়ার কারণে :
চোখ একটি সুক্ষ জিনিস। এর অবহেলা করলে হতে পারে বড় কোন সমস্যা। চোখের যত্ন না নেওয়ার ফলে হতে পারে ফুসকুড়ি। চোখ অপরিষ্কার থাকলে ফুসকুড়ি হওয়ার সম্ভবনা বেশি থাকে।
আপনি যদি জল না দিয়ে ঠিক মতো চোখ না ধুয়ে থাকেন তাহলে ময়লা জমে চোখে দেখা দিতে পারে ফুসকুড়ি। বাইরে থেকে এসে চোখে জল না দিয়ে ধুলে বাইরের ধুলা-ময়লা চোখে মিশে ফুসকুড়ি হয়ে থাকে।
ব্যাকটেরিয়া জনিত কারণে :
চোখের পাতায় ময়লা বা তেল জমে ওই ছোট ছোট তেল গ্রন্থিগুলোকে বন্ধ করে দেয়। তেল গ্রন্থি বন্ধ হয়ে গেলে তার ভেতরে ব্যাকটেরিয়া জন্ম নেয়, আর তার ফলে ফুসকুড়ি হয়।
চোখ নিয়মিত পরিষ্কার না করলে সংক্রামণ বাড়তে থাকে। ঘুম থেকে উঠার পর চোখ জল দিয়ে পরিষ্কার না করলে চোখে ফুসকুড়ি দেখা দেয়। যাদের ত্বক তৈলাক্ত তাঁদের এই ফুসকুড়ির সমস্যা বেশি হয়ে থাকে।
অ্যালার্জি জনিত বা মেকআপের কারণে :
চোখের পাতায় অ্যালার্জি জনিত লক্ষণ এক বা উভয় চোখেই দেখা দিতে পারে। অ্যালার্জি হলে চোখ অনেক চুলকায়। অধিক পরিমানে চুলকানোর ফলে চোখে দেখা দেয় ফুসকুড়ি। চোখে অ্যালার্জির সমস্যা চোখের সাদা অংশে হতে পারে আবার চোখের পাতায় ও হতে পারে। শরীর গরম থাকলে সাধারণত এই সমস্যা বেশি দেখা দেয়।
আমরা অনেকে অনেক ধরণের মেকআপ বা আই ক্রিম ব্যবহার করে থাকে। এটা চোখের জন্য অনেক ক্ষতিকর। চোখের ভিতরে গেলে চোখ ফুলে ওঠে, চোখ লাল হয় আবার চোখে বা পাতায় ফুসকুড়ি দেখা দেয়।
চোখ খুবই সূক্ষ এবং এর পাতার ত্বক খুব পাতলা। তাই চোখের কোনো সমস্যা হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে।