চুলে মেহেদি লাগানোর আগে যা করতে হবে।
চুলের যত্নে মেহেদি পাতার ভূমিকা অপরিসীম। চুলের গোড়া শক্ত করতে, চুলের রুক্ষতা দূর করতে, চুল পড়া কমাতে, ঝলমলে এবং নতুন চুল গজানোর পাশাপাশি চুলের যেকোন সম্যসা দূর করে থাকে মেহেদি পাতা। তাছাড়া চুলের ঘনত্ব বৃদ্ধি এবং চুল বড় করার জন্য মেহেদি পাতার জুড়ি নেই।
তাই চুলের যেকোন সমস্যা থেকে মুক্তি পেতে মেহেদি পাতা ব্যবহার করতে পারেন। কিন্তু মেহেদি লাগানোর আগে কিছু নিয়ম আছে যা মেনে মেহেদি পাতা ব্যবহার করতে হবে।
আসুন জেনে নিই, চুলে মেহেদি লাগানোর কিছু টিপস সম্পর্কে-
- মাথার তালুতে কোন ইনফেকশন থাকলে ইনফেকশন ঠিক না হওয়া পর্যন্ত মেহেদি লাগাবেন না।
- যদি আগে থেকে চুল রং করে থাকেন, তবে মেহেদি লাগাবেন না। কেমিকাল রং এবং মেহেদি রং দুটি মিশে আপনার চুলের ক্ষতি করতে পারে।
- চুলে মেহেদি লাগানোর সময় কপাল, কানের আশেপাশে মেহেদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কপালে, কানের আশেপাশে ভ্যাসলিন লাগিয়ে নিন।
- অনেকেই মেহেদির পাতাতে লেবুর রস ব্যবহার করে থাকে। কিন্তু মেহেদিতে লেবুর রস ব্যবহার করা উচিত নয়।
- কমপক্ষে ২ ঘন্টা অপেক্ষা করুন। মেহেদি পাতা লাগানোর সাথে সাথে চুল ধুয়ে ফেলবেন না। এতে মেহেদির রং চুলে ভালভাবে বসে না। তাই হাতে সময় নিয়ে চুলে মেহেদি লাগান।
- যেদিন মেহেদি দিবেন তার আগের দিন চুলে তেল দিন। এতে করে মেহেদি লাগানোর পর চুল আর রুক্ষ হয়ে যাবে না।
- গাঢ় রং পাওয়ার জন্য ফ্রেশ মেহেদি পাতা ব্যবহার করার চেষ্টা করুন।
- মেহেদির সাথে অতিরিক্ত উপাদান যোগ করবেন না। এটি চুলের উপকারের চেয়ে ক্ষতি করতে পারে বেশি।