কোষের নাম | অপর বা বিশেষ নাম |
কোষঝিল্লি | প্লাজমামেমব্রেন, প্লাজমালেমা, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন |
গলগি বডি | গলগি যন্ত্র বা গলগি ক্ষেত্র, কিটায়োসোম, লাইপোকন্ড্রিয়া, ইডিওসোম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, প্যাকেজিং সেন্টার |
মাইট্রোকন্ড্রিয়া | পাওয়ারহাউস বা শক্তিঘর, Biological Power House |
রাইবোসোম | প্রোটিন তৈরীর যন্ত্র, Protein factory |
এন্ডোপ্লাজমিক জালিকা | কোষের পরিবহনতন্ত্র |
প্রোটোপ্লাজম | জীবনের ভৌত ভিত্তি |
গৌণ কুঞ্জন | নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, নিউক্লিওলাস সংগঠক |
জিন | কণা, ফ্যাক্টর, সিস্ট্রোন |
কোডন | নিউক্লিওটাইড ট্রিপলেট |
প্রোটিন | জীবনের ভাষা, Language of life |
জেনেটিক কোড | কৌলিক সংকেত |
জিনোম | মাস্টার ব্লু-প্রিন্ট |
সাইটোপ্লাজম মাতৃকা | ভিত্তি পদার্থ, হায়ালোপ্লাজম, সাইটোসোল |
লাইসোসোম | হাইড্রোলাইটিক এনজাইমের আধার, কোষের পাকস্থলি, আত্মঘাতী থালিকা |
ক্লোরোপ্লাস্ট | কোষের রান্নাঘর (Kitchen of cell), শর্করা জাতীয় খাদ্যের কারখানা (factory of synthesis of sugar) |
ডি.এন.এ. | বংশগতির রাসায়নিক বা আণবিক ভিত্তি, মাস্টার মলিকিউল, পরিবৃত্তির ভিত্তি |
মাইক্রোটিউবিউলস | কোষের অন্তঃকঙ্কাল |
প্রোটিয়োসোম | কোষের মেইন সুইচ |
নিউক্লিয়াস | কোষের মস্তিস্ক, প্রাণকেন্দ্র কেন্দ্রিকা |
নিউক্লিওপ্লাজম | ক্যারিওলিমফ |
ক্রোমোসোম | বংশগতির ভৌত ভিত্তি, বংশগতির ধারক ও বাহক |
নিউক্লিক এসিড | বংশগতির ভৌত ভিত্তি, বংশগতির ধারক ও বাহক |