কানপাকা রোগের লক্ষণ ও এর প্রতিকার।
কানে সাধারণত যেসব রোগ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কানপাকা রোগ। বেশির ভাগ ক্ষেত্রেই এটি অসাবধনতার কারণে হয়ে থাকে। বাচ্চাদের এবং অল্প বয়সিদের এটি বেশি হতে দেখা যায়। কানপাকা রোগকে অনেকেই তেমন গুরুত্ব দেয় না, কিন্তু এতে মারাত্মক সংক্রমণ হতে পারে। তাই এ রোগ নিয়ে কখনও অবহেলা করা উচিৎ নয়।
কান পাকা রোগের লক্ষণ কি
চলুন জেনে নেওয়া যাক, কানপাকা রোগের লক্ষণ কি কি-
- কান দিয়ে পানি/পুঁজ পড়া।
- কানে তুলনামূলকভাবে কম শোনা।
- মাথা ঘোরানো।
- কানে ব্যাথা করা।
- কানে শোঁ শোঁ, ভোঁ ভোঁ আওয়াজ করা ইত্যাদি।
কান পাকা রোগের প্রতিকার কি
চলুন জেনে নেওয়া যাক, কানপাকা রোগের প্রতিকার কি কি-
- কান পাকা প্রতিরোধে প্রধান কাজ হলো সর্তক থাকা, যেমন শিশুকে না শুইয়ে কোলে নিয়ে দুধ খাওয়ানো।
- কান খোঁচানো থেকে বিরত থাকতে হবে।
- বাচ্চার সর্দি লাগলে সাথে সাথে চিকিৎসা করাতে হবে।
- পুকুর, নদীতে গোসলের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। লক্ষ্য রাখতে হবে যেনো কোনোভাবেই কানের মধ্যে পানি না ঢুকে।
- কানে পানি গেলে সাথে সাথে বের করার চেষ্টা করতে হবে
সঠিক সময় এর চিকিৎসা না করলে কানের ইনফেকশন ব্রেনে চলে যেতে পারে। কানের সমস্যা হলে শ্রবণ শক্তিও নষ্ট হয়ে যেতে পারে।
রেফারেন্স: