করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়গুলো জেনে রাখা ভালো।

মাস্ক করোনা ভাইরাস (COVID-19) এর বিস্তার রোধ করতে এবং আমাদেরকে করোনাভাইরাস এর সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে আমাদের অবশ্যই অন্যান্য প্রতিরোধ মূলক ব্যবস্থা যেমন ঘন ঘন হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি পালন করতে হবে।

মাস্ক ব্যবহারে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। আমরা মাস্ক ব্যবহার করতে গিয়ে সঠিক নিয়ম না জানা বা না মানার কারণে যেন করোনাভাইরাসে সংক্রমিত না হয়ে যায়। তাই চলুন জেনে নিই মাস্ক ব্যবহারের ক্ষেত্রে কিছু সাবধানতা সম্পর্কে।

N95, সার্জিকাল বা কাপড়ের মাস্ক যেটিই ব্যবহার করেন, সেটি যেন মুখের মাপমতো হয় এবং আপনার নাক ও মুখ সম্পূর্ণ ভাবে ঢাকে সেদিকে খেয়াল রাখবেন।
মাস্ক পরা বা খোলার পূর্বে হাত সাবান দিয়ে ধুয়ে বা স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করুন এবং মাস্ক খোলার জন্য এর ফিতা ব্যবহার করুন।
যখন তখন আপনার মাস্ক এর বাইরের অংশে স্পর্শ করবেন না আর ভুল বশত স্পর্শ করলে হাত সাবান দিয়ে ধুয়ে বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন।
আপনার কাপড়ের মাস্কটি যদি ভিজে যায় বা নোংরা হয়ে যায় তবে একটি বায়ুরোধী ব্যাগে রাখুন এবং পরবর্তীতে সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করুন।
অন্যের সাহায্য ছাড়া মাস্ক পড়তে ও খুলতে অক্ষম ব্যক্তি ও দুই বছরের কম বয়স্ক বাচ্চাদের মাস্ক পরাবেন না।
কথা বলার সময় একটু সমস্যা হলেও যেন আমরা সকলে মাস্ক ব্যবহার করি, এতে সংক্রমণের ঝুঁকি অনেক কমে যাবে। আর দয়া করে অবশ্যই আপনার ব্যবহৃত পরিত্যক্ত মাস্কটি নির্দিষ্ট স্থানে ফেলুন।