কনজাঙ্কটিভাইটিস বা চোখ ওঠা রোগের লক্ষণ ও প্রতিকার।

কনজাঙ্কটিভাইটিস বা চোখ ওঠা রোগের লক্ষণ ও উপসর্গ:


  • চোখের সাদা অংশ লাল হয়ে যাওয়া।

  • চোখের পাতা ফুলে যাওয়া।

  • কোনো কিছু দেখতে সমস্যা হওয়া।

  • আলোতে গেলে চোখ জ্বালাপোড়া করা।

  • ঘুম থেকে ওঠার পর চোখের দুই পাতা একসঙ্গে লেগে থাকা।

  • চোখে হলুদ বা সাদা রঙের ময়লা জমা।

  • চোখ দিয়ে পানি পড়া।

  • চোখে জ্বালাপোড়া ও চুলকানি হওয়া।

কনজাঙ্কটিভাইটিস বা চোখ ওঠা রোগের প্রতিকার:


  • চোখে হাত না দেওয়া।

  • পুকুর বা নদী-নালায় গোসল না করা।

  • চোখে কালো চশমা ব্যবহার করা।

  • রুমালের পরিবর্তে নরম ও পরিষ্কার টিস্যু ব্যবহার করা।

  • ধুলাবালি, আগুন এবং রোদে কম যাওয়া।

  • তোয়ালেসহ অন্যান্য জিনিস পরিবারের সবাই আলাদা ব্যবহার করা।

  • পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।

  • সর্বশেষ, চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

  • উল্লেখ্য: ভাইরাসজনিত চোখ ওঠায় পাতলা বর্ণহীন পানি পড়ে বেশি চোখ থেকে। তবে ব্যাকটেরিয়াজনিত হলে নিঃসরণটি ঘন ও একটু হলদেটে হয়ে থাকে।