কত ধরনের জবা ফুল আছে? ছবি সহ দেওয়া হলো।

ঝুমকো জবা বনের দুল
উঠল ফুটে বনের ফুল।
সবুজ পাতা ঘোমটা খোলে,
ঝুমকো জবা হাওয়ায় দোলে।
সেই দুলুনির তালে তালে,
মন উড়ে যায় ডালে ডালে।


কবি ফররুখ আহমদের কবিতা প্রমান করে যে যেকোন ফুলের মাঝে জবা রাজত্ব করে।

জবা ফুল হল মালভেসি গোত্রের অন্তর্গত একটি চিরসবুজ পুষ্পধারী গুল্ম। এটি চীনা গোলাপ (china rose) নামেও পরিচিত। জবা অনেক রকমের হয়ে থাকে। একটি জবা আরেকটি জবা ভিন্ন।

জবা গাছের বিভিন্ন রকমের সংকর প্রজাতি আছে, যাদের ফুলের রঙ সাদা, হলুদ,কমলা, গোলাপি ইত্যাদি হতে পারে।

বৈজ্ঞানিক ভাষায় জবার নাম হিবিস্কাস (hibiscus)। লাতিন শব্দ ‘রোসা সিনেন্সিস’-এর অর্থ ‘চীন দেশের গোলাপ’।

জবা একটি সুন্দর ও আকর্ষণীয় ফুল। বাংলাদেশের সর্বত্রই দেখা যায়। ঔষধি গুণাগুণ সমৃদ্ধ জবা। বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। রূপচর্চায়ও তার কমতি নাই।

জবা ফুলের পাশাপাশি জ্বর পাতাও কিন্তু চুলের জন্য খুবই কার্যকরী। চুলের বৃদ্ধির জন্য জবাপাতার রস তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগালে উপকার হয়।

কমলা পঞ্চমুখী জবা



গাঢ় গোলাপি পঞ্চমুখী জবা



dark pink panchamukhi

গোলাপি পঞ্চমুখী জবা



লাল জবা



সাদা জবা



রক্ত জবা



ঝুমকো জবা (Spider hibiscus)



চন্দন জবা



হলুদ জবা



মাইক জবা



গোলাপি জবা



golapi jba

সাদা জবা



sada jba