এম আর আই বা MRI কি? এম আর আই কি কি রোগ নির্ণয় করে।

ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (MRI) স্ক্যান সারা বিশ্বে একটি সাধারণ পদ্ধতি। শরীরের মধ্যে অঙ্গ ও টিস্যুগুলির চিত্র তৈরি করতে MRI একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে।

এম আর আই কি?

MRI বা Magnetic Resonance Imaging হল, সবচেয়ে অত্যাধুনিক রোগ নির্ণয়কারী একটি পরীক্ষা, যা শক্তিশালী চৌম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের অভ্যন্তর থেকে চিত্রগুলি ক্যাপচার করতে পারে। যার মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের খুব স্পষ্ট ছবি নেওয়া হয়, যাতে করে নির্দিষ্ট রোগ বা অস্বাভাবিক অবস্থা খুঁজে বের করা যায়।

MRI যে যে রোগ নির্ণয় করে:

শরীরের বিভিন্ন অংশের সুক্ষ রোগ নির্ণয়ের জন্য বর্তমানে MRI একটি নির্ভরযোগ্য ও পছন্দের পদ্ধতিতে পরিণত হয়েছে। মস্তিষ্ক, মেরুদণ্ড, জয়েন্ট (যেমন হাঁটু, কাঁধ, কব্জি, এবং গোড়ালি), পেট, স্তন, রক্তনালী, হার্ট এবং শরীরের অন্যান্য অংশের পরীক্ষার জন্য MRI ব্যবহার করা হয়। 

MRI এ ব্যবহৃত চুম্বকটি অত্যন্ত শক্তিশালী। যেকোন চৌম্বক পদার্থ বা ধাতুকে আটকে ফেলার ক্ষমতা রাখে এটি। এই পাওয়ারফুল ম্যাগনেট এর মাধ্যমে শরীরের অভ্যন্তরীর কার্যকলাপ পর্যবেক্ষন করা হয়।

সাধারণভাবে MRI পরীক্ষা দ্বারা নিম্নলিখিত রোগ নির্ণয় করা যায় :

  • মস্তিষ্কের রোগ, যেমন টিউমার, স্ট্রোক এবং অন্যান্য ক্ষেত্রে।
  • মেরুদণ্ডের রোগ হলে /আঘাত পেলে।
  • হাড় ও মাংসপেশির সমস্যা হলে।
  • রক্তনালীর অস্বাভাবিকতা নির্ণয় করা হয়।
  • মহিলাদের স্তন ও তল পেটের সমস্যা।
  • চোখ, নাক, কান ও গলার রোগ ইত্যাদি।
  • হার্ট অ্যাটাকের কারণে ক্ষতি।
  • পেরিকার্ডাইটিস (হার্টকে ঘিরে থাকা টিস্যুর প্রদাহ).
  • হার্টের গঠনে সমস্যা যেমন হাড়ের সংক্রমণ বা টিউমার আছে কি না।
  • স্তন ক্যান্সারের জন্য একটি টিউমার কত বড় এবং স্তন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এটি কতদূর ছড়িয়েছে তা দেখার জন্য
  • সার্জারি বা কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করার পরে ক্যান্সার ফিরে এসেছে কিনা তা দেখতে।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই একজন সুস্থ্য মানুষও MRI করাতে পারেন। এই পরীক্ষার মাধ্যমে তার শরীরের লুকায়িত রোগ থেকে থাকলে সে রোগ সমন্ধে জানতে পারবে আর সেই মোতাবেক চিকিৎসা নিতে পারবে।