ইনকাম ট্যাক্স বা আয়কর কি? ইনকাম ট্যাক্স ও ভ্যাট এর মধ্যে পার্থক্য কি?

আয়কর হচ্ছে ব্যক্তির আয়ের  লভ্যাংশরে উপর প্রদেয় কর। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক আয়ের উপর যে আইনের মাধ্যমে কর ধার্য করা হয়ে থাকে তাকে বলা হয় আয়কর।

আয়কর বিশেষ অর্থে আয়ের উপর কর।

সরকারি, বেসরকারি, নিবন্ধিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপর আয়কর আরোপ করা হয়ে থাকে বিধিসম্মত নিয়মে। সরকারি রাজস্ব বা আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো আয়কর।

যাদের উপর কর আরোপ করা হয়ে থাকে তাদের করদাতা বলা হয়।

আয়কর

নির্দিষ্ট পরিমান আয়ের ওপর যে কর দেওয়া হয় তাকে আয়কর বলা হয়।

ভ্যাট

একটি পণ্যের জন্য যে পরিমান মূল্য সংযোজন করা হয় তার ওপর যে কর দেওয়া হয় তাকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট বলে।

আয়কর এবং ভ্যাটের মধ্যে প্রধান পার্থক্য:

ইনকাম ট্যাক্স হলো আয়কর এবং ভ্যাট হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ মূল্য সংযোজন কর। একটি প্রতিষ্ঠান বা চাকরিজীবী অথবা একজন ব্যবসায়ীর যে আয় হয় তার ওপর সরকারকে কর দিতে হয়।

তবে ট্যাক্স ও ভ্যাট দুটি শব্দের পার্থক্য আছে।

  • কর হলো আর্থিক বাধ্যবাধকতা যা সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করতে হয়। এবং ভ্যাট হলো পণ্য উৎপাদন, আমদানি ও রফতানি করার জন্য সরকারকে দেওয়া একটি ফি।
  • ভ্যাট নিজেই এক ধরনের কর।
  • ব্যক্তি, সম্পদ ও পরিষেবা এবং বিক্রয়ের উপর আয়কর নেওয়া হয়, যেখানে পণ্যের উপর ভ্যাট নেওয়া হয়ে থাকে।
  • কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার আয়কর নির্ধারন করতে পারে। তবে কেবল কেন্দ্রীয় সরকার শুল্ক নির্ধারন করতে পারে।