ইউরোপ (Europe) মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের আয়তন কত?
উত্তরঃ ১,০১,৮০,০০০ বর্গ কিলোমিটার।
উত্তরঃ ১,০১,৮০,০০০ বর্গ কিলোমিটার।
প্রশ্নঃ ইউরোপের সর্বোচ্চ পর্বতের নাম কি?
উত্তরঃ আল্পস।
উত্তরঃ আল্পস।
প্রশ্নঃ দক্ষিণ-পূর্ব ইউরোপের পর্বতটির নাম কি?
উত্তরঃ অ্যাপেনাইন।
উত্তরঃ অ্যাপেনাইন।
প্রশ্নঃ মাউন্ট ব্ল্যাঙ্কের উচ্চতা কত?
উত্তরঃ ৪,৮০৭ মিটার।
উত্তরঃ ৪,৮০৭ মিটার।
প্রশ্নঃ কোন দ্রাঘিমা রেখা ইউরোপের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে?
উত্তরঃ ২০° পূর্ব।
উত্তরঃ ২০° পূর্ব।
প্রশ্নঃ কোন অক্ষরেখা ইউরোপের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে?
উত্তরঃ ৫৫° উত্তর।
উত্তরঃ ৫৫° উত্তর।
প্রশ্নঃ নোভায়া জেমলিয়া কোন জলবায়ুর অন্তর্গত?
উত্তরঃ নাতিশীতোষ্ণ।
উত্তরঃ নাতিশীতোষ্ণ।
প্রশ্নঃ ব্যাভেরিয়া মালভূমি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ স্পেন।
উত্তরঃ স্পেন।
প্রশ্নঃ ‘বাকু’ কোন দেশের রাজধানী?
উত্তরঃ আজারবাইজান।
উত্তরঃ আজারবাইজান।
প্রশ্নঃ কোন দেশ আইবেরিয়া উপদ্বীপের অন্তর্গত?
উত্তরঃ জার্মানি।
উত্তরঃ জার্মানি।
প্রশ্নঃ কোন দেশ স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপের অন্তর্গত?
উত্তরঃ সুইডেন।
উত্তরঃ সুইডেন।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশ অবস্থিত?
উত্তরঃ উত্তর গোলার্ধে।
উত্তরঃ উত্তর গোলার্ধে।
প্রশ্নঃ ইউরোপের জলবায়ুর প্রকৃতি কেমন?
উত্তরঃ আর্দ্র।
উত্তরঃ আর্দ্র।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের সর্বোচ্চ বিন্দু কত?
উত্তরঃ মাউন্ট এলব্রুস (৫৬৪১.৮ মিটার)।
উত্তরঃ মাউন্ট এলব্রুস (৫৬৪১.৮ মিটার)।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের সর্বনিম্ন বিন্দু কত?
উত্তরঃ কাষ্পিয়ান সাগর।
উত্তরঃ কাষ্পিয়ান সাগর।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশ পৃথিবীর মোট আয়তনের কত?
উত্তরঃ 15.7 শতাংশ।
উত্তরঃ 15.7 শতাংশ।
প্রশ্নঃ আয়তনের দিক দিয়ে ইউরোপ মহাদেশ বিশ্বের কত তম?
উত্তরঃ তৃতীয় তম।
উত্তরঃ তৃতীয় তম।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের জনসংখ্যা কত?
উত্তরঃ ৭৪২,৪৫২,০০০
উত্তরঃ ৭৪২,৪৫২,০০০
প্রশ্নঃ আয়তনে ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া।
উত্তরঃ রাশিয়া।
প্রশ্নঃ জনসংখ্যায় ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া ১৪,৩৯,৭৫,৯২৩।
উত্তরঃ রাশিয়া ১৪,৩৯,৭৫,৯২৩।
প্রশ্নঃ ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপন্নকারী দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া
উত্তরঃ রাশিয়া
প্রশ্নঃ আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ ভ্যাটিকান সিটি।
উত্তরঃ ভ্যাটিকান সিটি।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তরঃ গ্রীনল্যান্ডে মালিকান।
উত্তরঃ গ্রীনল্যান্ডে মালিকান।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের বৃহত্তম উপদ্বীপ কোনটি?
উত্তরঃ স্ক্যান্ডিনেভিয়া, সাধারণভাবে একে ইবেরিয়া বলে ডাকা হয়।
উত্তরঃ স্ক্যান্ডিনেভিয়া, সাধারণভাবে একে ইবেরিয়া বলে ডাকা হয়।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের দীর্ঘতম পর্বতমালা কোনটি?
উত্তরঃ আল্পস পর্বতমালা।
উত্তরঃ আল্পস পর্বতমালা।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের উচ্চতম পর্বতশ্রেণি কোনটি?
উত্তরঃ আল্পস
উত্তরঃ আল্পস
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি?
উত্তরঃ মাউন্ট এলব্রাস’ উচ্চতা: ৫,৬৪২ মি/১৮,৫১০ ফুট।
উত্তরঃ মাউন্ট এলব্রাস’ উচ্চতা: ৫,৬৪২ মি/১৮,৫১০ ফুট।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের বৃহত্তম সাগর কোনটি?
উত্তরঃ ভূমধ্যসাগর।
উত্তরঃ ভূমধ্যসাগর।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের বৃহত্তম উপসাগর কোনটি?
উত্তরঃ স্ক্যান্ডিনেভিয়া।
উত্তরঃ স্ক্যান্ডিনেভিয়া।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তরঃ লাডোগা হ্রদ।
উত্তরঃ লাডোগা হ্রদ।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ ভলগা।
উত্তরঃ ভলগা।
প্রশ্নঃ ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ভলদাই পর্বত।
উত্তরঃ ভলদাই পর্বত।
প্রশ্নঃ ভলগা নদী পতিত হয়েছে কোথায়?
উত্তরঃ ক্যাম্পিয়ান সাগরে।
উত্তরঃ ক্যাম্পিয়ান সাগরে।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের বৃহত্তম সমভূমি কোনটি?
উত্তরঃ মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি।
উত্তরঃ মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি।
প্রশ্নঃ “ইউরোপের দ্বার” বলা হয় কোন শহরকে?
উত্তরঃ ভিয়েনা শহরকে।
উত্তরঃ ভিয়েনা শহরকে।
প্রশ্নঃ ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গপথের নাম কি?
উত্তরঃ ইউরো টানেল।
উত্তরঃ ইউরো টানেল।
প্রশ্নঃ “ইউরোপের ককপিট” বলা হয় কোন দেশকে?
উত্তরঃ বেলজিয়াম দেশকে।
উত্তরঃ বেলজিয়াম দেশকে।
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ কয়টি?
উত্তরঃ ৫০টি স্বাধীন দেশ রয়েছে।
উত্তরঃ ৫০টি স্বাধীন দেশ রয়েছে।
প্রশ্নঃ ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপন্ন দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া।
উত্তরঃ রাশিয়া।
প্রশ্নঃ ফ্রান্স ও স্পেনের সীমান্তে কোন পর্বত অবস্থিত?
উত্তরঃ পিরেনীজ পর্বত।
উত্তরঃ পিরেনীজ পর্বত।
প্রশ্নঃ ভলদাই পর্বত কোন দেশে?
উত্তরঃ রাশিয়া।
উত্তরঃ রাশিয়া।
প্রশ্নঃ মাউন্ট ব্ল্যাঙ্ক এর উচ্চতা কত?
উত্তরঃ ৪৮০৮ মিটার।
উত্তরঃ ৪৮০৮ মিটার।
প্রশ্নঃ ইউরোপের সর্বোচ্চ বিন্দু কোনটি?
উত্তরঃ এলব্রুস পর্বত।
উত্তরঃ এলব্রুস পর্বত।
প্রশ্নঃ এলব্রুস এর উচ্চতা কত?
উত্তরঃ ৫,৬৪২ মিটার (১৮,৫১০ ফুট)
উত্তরঃ ৫,৬৪২ মিটার (১৮,৫১০ ফুট)
প্রশ্নঃ ইউরোপের প্রধান বস্ত্রশিল্প অঞ্চল কোনটি?
উত্তরঃ ভিয়েনা।
উত্তরঃ ভিয়েনা।
প্রশ্নঃ বসনিয়া হার্জেগোভিনা কোন অঞ্চলের অর্ন্তগত?
উত্তরঃ বলকান।
উত্তরঃ বলকান।
প্রশ্নঃ যুক্তরাজ্যের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তরঃ বেননেভিস।
উত্তরঃ বেননেভিস।