আক্কেল দাঁতের ব্যথা কমানোর প্রাকৃতিক উপায়।

আক্কেল দাঁত (wisdom tooth) ওঠার সময় ব্যথা ও যন্ত্রণা হয়। অনেকে এই দাঁত ওঠার ব্যথা সহ্য করতে না পেরে ব্যথা কমানোর জন্য ওষুধ খেয়ে থাকেন।

কিছু কিছু ক্ষেত্রে আবার আক্কেল দাঁত ওঠার সময় অস্ত্রোপচার করার প্রয়োজন হয়। আক্কেল দাঁত আসলে কী? কেনই বা এই দাঁত ওঠার সময় এতো ব্যথা হয়?

মুখের শেষ সীমানায় দুই পাশের উপর ও নিচের চারটি দাঁতকে বলা হয় আক্কেল দাঁত। আক্কেল দাঁত ১৮-২৫ বছররের মধ্যে ওঠে। যাদের মুখে ৩২টি দাঁতের জায়গা থাকে না তাদের আক্কেল দাঁত ওঠার সময় প্রচণ্ড ব্যথা হয়।

আক্কেল দাঁতের ব্যথা কমানোর প্রাকৃতিক উপায়

প্রাকৃতিক বা ঘরোয়া উপায়ে আক্কেল দাঁতের ব্যথা কমানো যায়। জেনে নিন, উপায় গুলো কি কি-

লবণ:

Salt

আক্কেল দাঁতের ব্যথা কমানোর অন্যতম উপায় হলো লবণ। লবণ মুখের ভেতরে যেকোনও ইনফেকশন সারাতেও খুব কার্যকরী।

১ গ্লাস কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে তারপর সেই পানি দিয়ে কুলকুচি করুন।

পুদিনা পাতা:

Mint_leaves

পুদিনা পাতাতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে, যা ব্যথা কমাতে সহায়তা করে। পুদিনা পাতার রসে মাড়িতে লাগাতে পারেন এছাড়া গরম গরম পুদিনা পাতার চা খেতে পারেন।

লবঙ্গ:

Clove

দাঁতের যেকোন সমস্যায় চোখ বন্ধ করে লবঙ্গ খেয়ে নিন। লবঙ্গ প্রদাহনাশক হিসেবে কাজ করে। লবঙ্গ তেলও ব্যবহার করতে পারেন।

এছাড়া লবঙ্গ পানিতে ফুটিয়ে কুলকুচি করতে পারেন।

অ্যালোভেরা:

Aloe_vera

অ্যালোভেরা আক্কেল দাঁতের ব্যথা দূর করতে কার্যকরী। এটি মাড়ির ফোলাভাব দূর করতে সাহায্য করে।

তাই দাঁতে ব্যথা হলে সেখানে অ্যালোভেরার ভেতরের শাঁসটুকু ব্যবহার করতে পারেন।

তুলসি পাতা:

Basil_leaves

দাঁতের ব্যথা দূর করতে তুলসি পাতা বেশ সহায়ক। তুলসি পাতায় থাকা উপকারী উপাদান দাঁতের ব্যথা ও প্রদাহ দূর করতে সাহায্য করে।

রসুন:

Garlic

বহুগুণে ভরপুর রসুন। দাঁত ব্যথা কমাতে এর জুড়ি নেই। রসুনের কোয়া ব্যথায় আক্রান্ত দাঁতে চেপে ধরে রাখুন ব্যথা কমে যাবে।

কাঁচা হলুদ:

Raw_turmeric

কাঁচা হলুদে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান দাঁত ব্যথা মুহূর্তেই কমাতে পারে। এজন্য আস্ত লবঙ্গ ২টি এবং এক টুকরো কাঁচা হলুদ কুচি করে গরম পানিতে ফুটিয়ে নিন।

এরপর হালকা ঠান্ডা করে ওই পানি দিয়ে মুখ কুলকুচি করুন।

রেফারেন্স: