লেন্স (Lens) কাকে বলে? লেন্স (Lens) কত প্রকার ও কি কি?

লেন্স (Lens) কাকে বলে?


লেন্স (Lens) হলো নির্দিষ্ট জ্যামিতিক আকারের দুটি তল দ্বারা সীমাবদ্ধ এমনই একটি স্বচ্ছ মাধ্যম যার মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসৃত হলে, প্রতিসরণের পর আলোর গতিপথ পরিবর্তন হয়।

lenss

অন্যভাবে বললে বলা যায়, লেন্স বা Lens হচ্ছে এক ধরণের স্বচ্ছ মাধ্যম যার মধ্য দিয়ে আলোর প্রতিসরণ ঘটে। যদি কোন সমসত্ব, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, দুটি গোলীয় তল কিংবা একটি সমতল একটি গোলীয় তলের দ্বারা ঘেরা থাকে, তবে সেই মাধ্যমকে লেন্স (Lens) বলে।

লেন্স (Lens) কত প্রকার ও কি কি?


লেন্স (Lens) প্রধানত দুই প্রকার। যথা:

১. উত্তল বা অভিসারী লেন্স
২. অবতল বা অপসারী লেন্স

উত্তল বা অভিসারী লেন্স:



Convex lens

যে লেন্সের মধ্যভাগ মোটা ও দুই প্রান্ত সরু তাকে উত্তল লেন্স বলে। উত্তল লেন্সে আলোক রশ্মি উত্তল পৃষ্ঠে আপত্তি হয় বলে তাকে উত্তল লেন্স বলে। এ লেন্স সাধারণত এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী করে থাকে বলে তাকে অভিসারী লেন্সও বলা হয়।

উত্তল বা অভিসারী লেন্স (Lens) আবার তিন প্রকার। যথা:


১. উভোত্তল লেন্স
২. সমোত্তল লেন্স
৩. অবতলোত্তল লেন্স

উভোত্তল লেন্স:

যে লেন্সের উভয় তলই উত্তল (অর্থাৎ, মধ্যভাগ মোটা এবং দুই প্রান্ত শরু) তাকে উভোত্তল লেন্স বলে। ক্যামেরা, দূরবীক্ষণ, অণুবীক্ষণ প্রভৃতি যন্ত্রে উভোত্তল লেন্স ব্যবহার করা হয়।

সমোত্তল লেন্স:

যে লেন্সের একটি দল সমতল এবং অপরটি উত্তল তাকে সমোত্তল লেন্স বলে। এই লেন্সকে দূরবীক্ষণ, অণুবীক্ষণ প্রভৃতি যন্ত্রের অভিনেত্র হিসাবে ব্যবহার করা হয়।

অবতলোত্তল লেন্স:

যে লেন্সের একটি তল অবতল এবং অপরটি উত্তল, তাকে অবতলোত্তল লেন্স বলে। এই লেন্সকে চশমার কাচ হিসেবে ব্যবহার করা হয়।

অবতল বা অপসারী লেন্স:



Concave lens

যে লেন্সের মধ্যভাগ সরু বা চিকন কিন্তু প্রান্তদ্বয় মোটা তাকে অবতল লেন্স বলে। অবতল লেন্সে আলোক রশ্মি অবতল পৃষ্ঠে আপতিত হয় বলে তাকে অবতল লেন্স বলে। এ লেন্স সাধারণত এক গুচ্ছ আলোক রশ্মিকে অপসারী করে থাকে, এজন্য একে অপসারী লেন্সও বলা হয়।

অবতল বা অপসারী লেন্স (Lens) আবার তিন প্রকার। যথা:


১. উভোবতল লেন্স
২. সমাবতল লেন্স
৩. উত্তলাবতল লেন্স

উভোবতল লেন্স:

যে অবতল লেন্সের উভয় তলই অবতল তাকে উভোবতল লেন্স বলা হয়।

সমাবতল লেন্স:

যে অবতল লেন্সের একটি তল অবতল এবং অপর একটি তল সমতল হলে তাকে সমাবতল লেন্স বলে।

উত্তলাবতল লেন্স:

যে অবতল লেন্সের একটি তল অবতল এবং অপর একটি তল উত্তল, ওই তলযুক্ত অবতল লেন্সকে উত্তলাবতল লেন্স বলে।