ভালো মানুষ চেনার উপায়।
ব্যক্তিত্ব ও আচরণের দিক থেকে প্রতিটি মানুষ আলাদা। এই বিচিত্র জীবনে চলার পথে মানুষ বিভিন্ন ধরনের মানুষের সাথে প্রতিনিয়ত চলাফেরা করতে হয়। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারিনা তাঁদের মধ্যে কে ভালো বা কে খারাপ।
এজন্য অনেক সময় মানুষ ভালো মানুষ কে খারাপ ভেবে নেয় আর খারাপ মানুষ কে ভালো ভেবে নেয়। এই ভুলের কারণে মানুষ অজান্তেই জীবনে অনেক সমস্যা ডেকে আনে। তাই ভালো মানুষ চেনার উপায় জানতে হয়। মানুষের কিছু অভ্যাস বা তাদের চলাফেরা দেখে তা বোঝা যায়।
ভালো মানুষ চেনার কিছু উপায় নিচে আলোচনা করা হলো-
সহমর্মিতা:
ভালো মানুষ সব সময় অন্যের দুঃখে দুঃখিত হয়। এরা মানুষের বিপদে এগিয়ে আসে এবং সবসময় মানুষের পাশে থাকে। এরা পরচর্চা বা পরনিন্দা করা পছন্দ করেন না।
এরা মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। এরা সবাইকে সম্মান করে থাকে এবং ভালো বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসে।
সত্য কথা বলা:
ভালো মানুষেরা সব সময় সত্য কথা বলে। তারা মিথ্যা কথা বলা পছন্দ করে না। ভালো মানুষেরা কাউকে মিথ্যা বদনাম করেনা।
এবং মিথ্যা কথা বলা সয্য করে না। এরা কোনো রকম স্বার্থ ছাড়াই অন্যের উপকার করতে ভালোবাসে।
ভুল শিকার করা:
ভালো মানুষেরা যদি কখনো কোনো ভুল করে থাকে তাহলে তা সহযেই শিকার করে থাকে এবং সেই ভুলের জন্য ক্ষমা চেয়ে থাকে।
ভালো মানুষেরা নিজের ভুল বা খারাপ কাজের জন্যে অনুতপ্ত হয়ে থাকে। এই ভুলের জন্য অন্যের উপর দোষারোপ করে না।
সভ্য ও মার্জিত:
ভালো মানুষেরা সভ্য ও মার্জিত প্রকৃতির হয়ে থাকে। সমাজের সকলের সাথে ভদ্র ও মার্জিত আচারণ করে থাকে।
কেউকে ছোট করে বা অপমান করে কথা বলে না। তাদের স্বভাবে সব সময় ভদ্রতা লক্ষ্য করা যায়।
দায়িত্ব নির্বাহ:
ভালো মানুষেরা নিজের দায়িত্ব নিজেই নির্বাহ করে থাকে। এরা নিজের দায়িত্ব কখনো অন্যের উপরে চাপিয়ে দেয় না।
তার উপর কোনো দায়িত্ব থাকলে তা নিজেই পালন করতে ভালোবাসে এবং তা সে নিষ্ঠার সাথে করে থাকে।
ধৈর্যশীল ও শ্রদ্ধাশীল :
ভালো মানুষেরা ধৈর্যশীল ও শ্রদ্ধাশীল প্রকৃতি হয়ে থাকে। ভালো মানুষেরা লোভ, হিংসা এবং অহংকার থেকে অনেকখানি মুক্ত।
এরা কোনো কাজে ধৈর্য হারায় না। এদের মনে সব সময় বিশ্বাস ও শ্রদ্ধা বিরাজ করে।
সমাজে বসবাস করতে মানুষকে একে অন্যের সাথে সম্পর্ক রেখে চলতে হয়। কিন্তু জীবনকে সহজ করতে হলে আমাদের ভালো ও খারাপ মানুষ চেনা প্রয়োজন।