বাংলাদেশের সম্পদ সম্পর্কিত প্রশ্নোত্তর।
দেশের প্রধান খনিজ সম্পদ = প্রাকৃতিক গ্যাস
দেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় = ১৯৫৫ সালে এবং গ্যাস উত্তোলন শুরু হয়-১৯৫৭ সালে
বাংলাদেশে তেজস্ক্রিয় খনিজ পদার্থ পাওয়া গেছে = কক্সবাজারের সমুদ্র সৈকত ও সেন্ট মার্টিন দ্বীপে
তেজস্ক্রিয় বালির অপর নাম = ইলমেনাইট
দেশে প্রাপ্ত সবচেয়ে উন্নত মানের কয়লা = বিটুমিনাস কয়লা
বড় পুকুরিয়া কয়লা খনি আবিষ্কৃত হয় = ১৯৮৫ সালে
চীনামাটির সন্ধান পাওয়া যায় = নেত্রকোনার বিজয়পুরে
গ্যাস উত্তোলনের জন্য সমগ্র দেশকে ভাগ করা হয়েছে = ২৩টি ব্লকে
দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র = তিতাস গ্যাসক্ষেত্র
গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় = বিদ্যুৎ উৎপাদনে
দেশে প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় = সিলেটের হরিপুরে, ১৯৮৬ সালে
দেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তেল উৎপাদন শুরু হয় = ১৯৮৭ সালে
দেশের একমাত্র তেল শোধনাগার = ইস্টার্ন রিফাইনারি লিমিটেড
ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতির প্রচলন শুরু হয় = আহসান মঞ্জিল, ১৯০১ সালে
সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র = ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কুষ্টিয়ার
রূপপুর কোথায় অবস্থিত = পাবনা জেলায়
দেশে প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় = নরসিংদী জেলায়
পল্লী বিদ্যুৎ বোর্ড প্রতিষ্ঠিত হয় = ১৯৭৭ সালে
দেশে জলবিদ্যুৎ কেন্দ্র = ১টি, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, রাঙ্গামাটি জেলায় অবস্থিত, নির্মাণ হয় – ১৯৬২ সালে, উৎপাদন ক্ষমতা – ২৩০ মেগাওয়াট।
দেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা = খুলনা শিপইয়ার্ড
দেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা = গাজীপুরে অবস্থিত
দেশের প্রথম সিমেন্ট কারখানা = ছাতক সিমেন্ট কারখানা
বিশ্বের সবচেয়ে বড় পাটকল = আদমজী পাটকল, স্থাপিত হয় ১৯৫১ সালে, বন্ধ করে দেয়া হয় ২০০২ সালে।
দেশের সবচেয়ে বড় সার কারখানা = যমুনা সার কারখানা, প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে, জামালপুরের তারাকান্দিতে অবস্থিত।