রক্তবাহিকা কাকে বলে? রক্তবাহিকা কত প্রকার ও কি কি?
রক্তবাহিকা কাকে বলে?
যেসব নালিকার মাধ্যমে রক্ত সংবহিত হয় অথাৎ, রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় এবং দেহের বিভিন্ন অংশ থেকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে, এই সম্পূর্ণ পদ্ধতিকে রক্তবাহিকা বলে। রক্তবাহিকা আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন করে।
তারা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং টিস্যুতে অক্সিজেন সরবরাহ করতে এবং বর্জ্য দ্রব্য অপসারণ করতে সহায়তা করে।
রক্তবাহিকা কত প্রকার ও কি কি?
রক্তবাহিকা বা রক্তনালি তিন প্রকার। যথা:
১. ধমনি
২. শিরা
৩. কৈশিক জালিকা
ধমনি:
ধমনি মানবদেহের এমন সব রক্তবাহী নালি যেগুলো হৃৎপিণ্ড থেকে পরিশোধিত রক্ত বহন করে দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। অর্থাৎ, যেসব রক্তনালির মাধ্যমে সাধারণত অক্সিজেনসমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারাদেহে বাহিত হয় তাকে ধমনি বলে।
শিরা:
যে সকল রক্তবাহ দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত বহন করে হৃৎপিণ্ডে প্রবেশ করে তাদের শিরা বলা হয়। অর্থাৎ, যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিন্ডে ফিরে আসে তাদের শিরা বলে। সাধারনত শিরা অপরিশোধিত রক্ত (অক্সিজেন বিহীন বা ডিঅক্সিজিনেটেড রক্ত) বহন করে।
কৈশিক জালিকা:
পেশিতন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম যে রক্ত নালিকা দেখা যায় তাকে কৈশিক জালিকা বলে। এগুলো একস্তরী এবং একদিকে ক্ষুদ্রতম ধমনি ও অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ সাধন করে। এদের প্রাচীর অত্যন্ত পাতলা।