ছত্রাক ও শৈবাল কাকে বলে? ছত্রাক ও শৈবালের মধ্যে পার্থক্য কি?

ছত্রাক কাকে বলে?


ছত্রাক হলো একটি দলের সদস্য এককোষী বা বহুকোষী সুকেন্দ্রিক জীব। যার মধ্যে আছে অনুজীব যেমন: খামি ও আদরা আবার অতিপরিচিত মাশরুম। যারা সালোকসংশ্লেষনের মাধ্যমে শর্করা তৈরি করতে পারে না এবং যাদের দৃঢ় কোষ প্রাচীর আছে। এই জীবগুলো শ্রেণীবদ্ধ একটি জগৎ হিসাবে যা অন্যান্য সুকেন্দ্রিক জীব জগৎ উদ্ভিদ ও প্রাণী থেকে ভিন্ন।

Fungi

ছত্রাক ক্লোরোফিলবিহীন এমন একটি জীবগোষ্ঠী যারা বিভিন্ন পরিবেশে মৃতজীবী অথবা পরজীবী হিসেবে বসবাস করে এবং খাদ্যকে শোষণ করে দেহের অভ্যন্তরে নেয়। উদ্ভিদ ও প্রাণীর দেহে এরা নানা ধরনের রোগ সৃষ্টি করে। অবশ্য বহুসংখ্যক ছত্রাক আমাদের প্রভূত উপকারও করে থাকে। পৃথিবীতে আনুমানিক ৯০,০০০ প্রজাতির ছত্রাক আছে।

শৈবাল কাকে বলে?


শৈবাল জলজ সুকেন্দ্রিক এককোষী বা বহুকোষী জীব, যারা সালোকসংশ্লেষনের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে। এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়। এরা বাতাসের নাইট্রোজেন গ্যাস সংবন্ধন করতে সক্ষম। এরা সবাত শ্বসন পদ্ধতিতে খাদ্যবস্তুর জারণ ঘটায়।

algae

শৈবাল মিঠা জলে এবং লোনা জলে জন্মাতে পারে। শৈবালের হাজার হাজার প্রজাতির মধ্যে আকার, আকৃতি, গঠনস্বভাবে প্রচুর পার্থক্য রয়েছে। আকার, আকৃতি ও গঠনে প্রচুর পার্থক্য থাকলেও কতিপয় মৌলিক বৈশিষ্ট্য একই রকম। আর তাই, এরা শৈবাল ও শেওলা নামে পরিচিত। সারা বিশ্বে প্রায় ৩০ হাজার প্রজাতির শৈবাল আছে।

ছত্রাক ও শৈবালের মধ্যে পার্থক্য:


ছত্রাক শৈবাল
১. ছত্রাক অসবুজ উদ্ভিদ। ১. শৈবাল সবুজ উদ্ভিদ।
২. অধিকাংশ ছত্রাক স্থলজ বা মৃত্তিকা পরিবেশে জন্মায়। ২. সাধারণত শৈবাল জলজ পরিবেশে জন্মায়।
৩. ছত্রাকের আলো প্রয়োজন নেই। ৩. শৈবালের আলো প্রয়োজন আছে।
৪. ছত্রাক পরভোজী উদ্ভিদ। ৪. শৈবাল স্বভোজী উদ্ভিদ।
৫. ছত্রাক দ্বিবিভাজন, বাডিং ইত্যাদি প্রক্রিয়ায় বংশবিস্তার করে। ৫. শৈবাল অযৌন ও যৌন জনন উপায়ে বংশবৃদ্ধি করে।
৬. ছত্রাকের দেহে ক্লোরোফিল নেই। ৬. শৈবালের ক্লোরোফিল আছে।
৭. ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন জাতীয় দ্রব্যের সমন্বয়ে গঠিত। ৭. শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত।
৮. ছত্রাক বহুকোষী ও সূত্রবৎ। ৮. শৈবাল বহুকোষী ও কলয়েডীয়।
৯. ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। ৯. শৈবালের সঞ্চিত খাদ্য সর্করা ও স্টার্চ জাতীয়।
১০. ছত্রাকের বংশবিস্তার ও জীবচক্রে আলোর প্রয়োজন হয় না। ১০. শৈবালের বংশবিস্তার ও জীবচক্রে আলোর প্রয়োজন হয়।
১১. ছত্রাকের বিশ্রাম দশার নাম স্পোর (spores) ১১. শৈবালের বিশ্রাম দশার নাম সিস্ট (cysts)।