জনপ্রিয় ফটো এডিটিং সফটওয়্যার
১. অ্যাডোবি ফটোশপ (Adobe Photoshop) :
অ্যাডোবি ফটোশপ ( Adobe Photoshop) একটি গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। সাধারণ ভাবে সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামেই ডাকা হয়। এই সফটওয়্যারটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যার এটি। বর্তমানে এই সফটওয়্যারটি ম্যাক ওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যায়। এই সফটওয়্যারটির ১৩ তম সংস্করণ (ফটোশপ সিএস ৬) প্রকাশিত হয়েছে। থমাস নল (Thomas Knoll) এবং জন নল (John Knoll) নামের দুই ভাই ১৯৮৭ সালে ফটোশপ তৈরির কাজ আরম্ভ করেন।
২. অ্যাডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator) :
অ্যাডোবি ইলাস্ট্রেটর যা শুধু ‘ইলাস্ট্রেটর’ নামেই বেশি পরিচিত একটি ভেক্টর গ্রাফিক্স সম্পাদনাকারী। এই সফটওয়্যারটি তৈরি ও বাজারজাত করেছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে এটি অনতম। এর মাধ্যমে সকল গ্রাফিক্স ডিজাইন, লোগো, ব্যানার তৈরি করা যায়। এর সর্ব শেষ সংস্করণ ইলাস্ট্রেটর সিসি যা ২০১৪ সালে বের হয়।
৩. ফটোস্কেপ (Photoscape) :
এই সফটওয়্যার এর অন্যতম একটি বৈশিষ্ট্য হল, এটিতে বেশ কিছু দারুন কাজের টুলস আছে। যেমন, ভিউয়ার, এডিটর, ব্যাচ প্রসেসর, ফট কনভার্টার, ফটো রিনেম টুলস, প্রিন্ট লেয়াউট টুলস, স্ক্রিন ক্যাপচার টুলস, কালার পিক টুলসসহ দারুন কিছু টুলস। অনেকগুলো ফটো এডিটর এর মাঝে এই ফটো এডিটরটা খুব সহজ ও অসাধারণ।
৪. স্ন্যাপসিড (Snapseed) :
বর্তমানে বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি ফটো এডিটিং সফটওয়্যার হলো স্ন্যাপসিড। কারণ এটি গুগলের একটি অসাধারণ ফটো এডিটিং অ্যাপস।
সবচেয়ে জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হল এর অসাধারণ কিছু টুলস রয়েছে। এখানে প্রায় 30 টি শক্তিশালী টুলস রয়েছে। বর্তমানে গুগল প্লে স্টোর থেকে 100 মিলিয়নেরও অনেক বেশি বার ডাউনলোড হয়েছে এবং এটি ডাউনলোড দিন দিন বেড়েই চলছে। এই অ্যাপসটির ইন্টারফেস খুবই সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি একটি সহজ সফটওয়্যার। অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই নিখুঁত, সুন্দর এবং প্রফেশনাল মানের ফটো এডিটিং করা সম্ভব। এই অ্যাপসটি গুগল প্লে স্টোর হতে খুব সহজেই বিনামূল্যে ডাউনলোড ও ব্যবহার করা যায়।
৫. গিম্প (Gimp) :
লিনাক্স এ এডোবী ফটোশপের বিকল্প সফটওয়্যার হিসেবে গিম্পকে তুলনা করা যায় যদিও এটি ফটোশপের মত এত ফিচার সমৃদ্ধ নয়। তারপরেও তুলনামূলক ফ্রি এবং ওপেনসোর্স হিসেবে এটিতে অনেক ফিচারেই আছে। লিনাক্স এর পাশাপাশি উইন্ডজের জন্য এর আলাদা ভার্সন রয়েছে।